বাংলাদেশ সোসাইটির নির্বাচনের উপর আদালতের ইনজেকশন!

- প্রকাশের সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ৪০৬ বার পঠিত
হককথা ডেস্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র রোববারের (২১ অক্টোবর) দ্বি-বার্ষিক নির্বাচনের উপর আদলত ইনজাংশন জারি করেছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে রোববারের নির্বাচন। সোসাইটির এবারের নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের দুজন সদস্য প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হওয়ার প্রেক্ষিতে তাদের মনোনয়ন বৈধতা এবং অপর একটি প্যানেলের সিনিয়র সহ সভাপতির মনোনয়নপত্র বাতিলের দাবীতে রোববারের নির্বাচনের উপর ইনজাংশন জারির জন্য সংশ্লিস্টরা বৃহস্পতিবার (১৮ অক্টোবর) আদালতের স্মরণাপন্ন হয়েছেন। নির্বাচন কমিশন ও বাংলাদেশ সোসাইটি’র কর্মকর্তারা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার (১৯ অক্টোবর) এই মামলার বিরুদ্ধে আপীল করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির রোববারের নির্বাচনে দু’টি প্যানেল সহ কার্যকরী পরিষদের ১৯টি পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিউইয়র্কের ৫টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা। এজন্য নির্বাচন কমিশন সকল প্রস্তুতিও নিয়েছে।