জালালাবাদ এসোসিয়েশনের ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন
বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত ‘সেলিম-আলী’ প্যানেলকে লালগালিচা সংবর্ধনা
- প্রকাশের সময় : ১২:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৩৯ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত ‘সেলিম-আলী’ প্যানেলের কর্মকর্তাদের লাল গালিচা সম্বর্ধনা আর ফুলের শুভেচ্ছা জানিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলো প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক ও সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক। গত ২৫ ডিসেম্বর সোমবার রাতে উডসাইডের গুলশান টেরেসে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। কমিউনিটির সর্বস্তরের বিশিষ্টজন, বাংলাদেশ সোসাইটি এবং আয়োজক সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপস্থিতিতে আলোকিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে মূলত অনুষ্ঠানটি বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়। উল্লেখ্য, সোসইটির নির্বাচনে কার্যকরী পরিষদের ১৯টি পদেই ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করে। খবর ইউএনএ’র।
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা, ঠিকানা গ্রæপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এছাড়াও ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজ কুমার সহ বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশন ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু, ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, উপদেষ্টা সদস্য ছদরুন নুর, সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাবেক বোর্ড অব ট্রাস্টি ও বাংলাদেশ সোসাইটির সাবেক উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি ও বিয়ানীবাজার সামাজিক ও সংস্কৃতি সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, বিগ অ্যাপল ব্রোকারেজ-এর প্রেসিডেন্ট ও সিইও শমসের আলী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক বোর্ড অব ট্রাস্টি সদস্য মো. আব্দুস সহিদ, ট্রাস্টি ও সাবেক সভাপতি এবং হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, সিলেট সদর সমিতির সাবেক সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামস উদ্দিন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোস্তফা কামাল, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ এবং বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বদরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা লালগালিচায় ‘সেলিম-আলী’ প্যানেলের নবনির্বাচিত কর্মকর্তাদের একে একে বরণ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির উপদেষ্টা সদস্য মো. হারুন মিয়া। এরপর জালালাবাদ এসোসিয়েশনের সাবেক কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশী যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা রশিদ আহমদ। পরবর্তীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি (সিলেট) মো. লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি (সুনামগঞ্জ) শামীম আহমেদ, সহ-সভাপতি (হবিগঞ্জ) শফিউদ্দিন তালুকদার, সহ-সভাপতি (মৌলভীবাজার) মো. জাবেদ উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য ফজল খান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি সাবেক বোর্ড অব ট্রাস্টি আলী ইমাম সিকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রধান উপদেষ্টা ওসমান গণি, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী আজম, জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও কুইন্স কমিউনিটি বোর্ড সদস্য আহসান হাবীব, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, বিশিষ্ট রাজনীতিক ও বিয়ানীবাজার সমিতি সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-সভাপতি ও ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি মাহবুব আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, স›দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রুবেল, বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এ মুহিত, আহসান হাবিব, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ বিলাল উদ্দিন, প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, এস্টোরিয়া ওয়ালফেয়ার সোসাইটি ইউএসএ’র কোষাধ্যক্ষ এমদাদ তরফদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ‘সেলিম-আলী’ প্যানেলের নবনিবাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নির্বাচনী ইশতেহার বিশেষ করে ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ প্রতিষ্ঠা করে বাংলাদেশ সোসাইটিকে একটি সত্যিকারের কল্যাণমুখী সংগঠনের পরিণত করবেন বলে আশবাদ ব্যক্ত করেন।
জনাবে সম্বর্ধিত ‘সেলিম-আলী’ প্যানেলের পক্ষে নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের প্রথম প্রায়োরিটি হবে ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ প্রতিষ্ঠা। এজন্য সবার সহযোগিতা চাই। তারা বলেন, নির্বাচন শেষ এখন আর কোন প্যানেল নেই, আমরা সবাই বাংলাদেশী, সবাই বাংলাদেশ সোসাইটির। তারা সকল বাংলাদেশীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সোসাইটিকে আরো গণমূখী সংগঠনে পরিণত করার প্রত্যয় ঘোষণা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন মিডিয়ার সম্পাদক ছাড়াও কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে বাংলাদেশ সোসাইটি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক বোর্ড অব ট্রাস্টি তোফায়েল আহমেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, মো. জোসেফ চৌধুরী, মাহবুব আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, বারী হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আসেফ বারী টুটুল ও সহধর্মিনী মুনমুন হাসিনা বারী, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, সাবেক ফুটবলার হেলাল উদ্দিন চৌধুরী, সোহেল চৌধুরী, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আবদীন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র উপদেষ্টা ফখরুল ইসলাম, সালেহ আহমদ চৌধুরী, জালাল চৌধুরী, মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তফাদার, সফিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ব্রঙ্কস বরো আওয়ামী লীগের সভাপতি এম এ মুহিত, বিশিষ্ট রাজনীতিবিদ আসাদ উদ্দীন, অহসান হাবীব, জামাল উদ্দীন, আলতাফ চৌধুরী, মুরশেদ আহমেদ, আশরাফুল আম্বিয়া, হাসনু মিয়া, শোয়েব আহমদ, আবুল হোসেন, নাজমুল হক, আরিফ আহমেদ, হেলথ ফার্স্ট ম্যানেজার সালেহ আহমেদ, এজেন্ট তহিদুল ইসলাম সজিব, নজির উদ্দিন, ইসলাম উদ্দিন, নানু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন বলে আয়োকরা জানান।