নিউইয়র্ক ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ সোসাইটির জরুরী সভা : নির্বাচন কমিশন-কে আরো ৯,৯০০ ডলার প্রদানের সিদ্ধান্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০১৬
  • / ৫৪৯ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র সদ্য সমাপ্ত নির্বাচনী ব্যয় মিটানোর জন্য নির্বাচন কমিশন (ইসি)-কে আরো ৯ হাজার ৯০০ ডলার সোসাইটির ফান্ড থেকে প্রদানের সিদ্ধান্ত হয়েছে। ইসি’র পক্ষ থেকে সোসাইটির কার্যকরি পরিষদের কাছে ব্যয় নির্বাহের জন্য আরো অর্থ বরাদ্দের অনুরোধের প্রেক্ষিতে সোসাইটির কার্যকরী পরিষদের জরুরী সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
সিটির এলামহার্স্টস্থ বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় সোসাইটির কার্যকরী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজমল হোসেন কুনু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। সভায় কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সৈয়দ এনায়েত আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক ফারহানা চৌধুরী, কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী, নাদির এ আইয়ুব ও সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রোববার অনুষ্ঠিত সোসাইটির ইতিহাসে ১৮ হাজার ৫৫১ জন ভোটারের জন্য ব্যয় বহুল এই নির্বাচনে আনুমানিক সোয়া লক্ষ ডলার ব্যয় হয়েছে। নির্বাচনের আগে সোসাইটির ফান্ড থেকে নির্বাচন কমিশনকে ২৭ হাজার ডলার প্রদান করা হয়। এরপর প্রার্থীদের কাছে মনোনয়নপত্র প্যাকেজ বিক্রয় বাবদ ইসি’র আয় হয় ৭০ হাজার ডলারের উপর। নির্বাচন পরবর্তী সময়ে আয়-ব্যয়ের হিসেব করে আরো অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা জানিয়ে ইসি’র পক্ষ থেকে বাকী অর্থ প্রদানের অনুরোধ করা হয়। এরপর সোসাইটির কার্যকরী পরিষদের সভায় ইসি’র ব্যয় যুক্তসঙ্গত বিবেচনা করে ৯ হাজার ৯০ ডলার প্রদানের সিদ্ধান্ত হয়।
সূত্র মতে, সোসাইটির ৪১ বছরের ইতিহাসে এবারের নির্বাচনে সর্বাধিক ১৮ হাজার ৫৫১জন ভোটার থাকায় নির্বাচনী ব্যয় বিশেষ করে ইসি কর্তৃক সকল ভোটারের কাছে চিঠি প্রেরণ, পাঁচ কেন্দ্রে ও ৬টি ভোটিং মেশিন, পর্যাপ্ত নিরাপত্তা সহ সংশ্লিষ্ট বিষয়ে অর্থ ব্যয় করতে হয়েছে ইসি-কে।
এদিকে সোসাইটির জরুরী সভার ব্যাপারে সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার শনিবার রাতে ইউএনএ প্রতিনিধিকে জানান, সঙ্গতকারণেই নির্বাচন পরিচালনায় ইসি’রবিপুল অর্থ ব্যয় হয়েছে। তাই ইসি’র অনুরোধে কার্যকরী পরিষদ আরো ৯ হাজার ৯০০ ডলার প্রদানের সিদ্ধান্ত হয় জরুরী সভায়। নির্বাচনী ব্যয়ের চুড়ান্ত হিসাব-নিকাশের পর প্রয়োজনে ইসিকে আরো অর্থ দেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, সোসাইটির দ্বি-বার্ষিক (২০১৭-২০১৮) নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হয়। ইতিপূর্বে অনুুষ্ঠিত সোসইটির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ জানুয়ারী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ সোসাইটির জরুরী সভা : নির্বাচন কমিশন-কে আরো ৯,৯০০ ডলার প্রদানের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র সদ্য সমাপ্ত নির্বাচনী ব্যয় মিটানোর জন্য নির্বাচন কমিশন (ইসি)-কে আরো ৯ হাজার ৯০০ ডলার সোসাইটির ফান্ড থেকে প্রদানের সিদ্ধান্ত হয়েছে। ইসি’র পক্ষ থেকে সোসাইটির কার্যকরি পরিষদের কাছে ব্যয় নির্বাহের জন্য আরো অর্থ বরাদ্দের অনুরোধের প্রেক্ষিতে সোসাইটির কার্যকরী পরিষদের জরুরী সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
সিটির এলামহার্স্টস্থ বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় সোসাইটির কার্যকরী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজমল হোসেন কুনু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। সভায় কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সৈয়দ এনায়েত আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক ফারহানা চৌধুরী, কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী, নাদির এ আইয়ুব ও সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রোববার অনুষ্ঠিত সোসাইটির ইতিহাসে ১৮ হাজার ৫৫১ জন ভোটারের জন্য ব্যয় বহুল এই নির্বাচনে আনুমানিক সোয়া লক্ষ ডলার ব্যয় হয়েছে। নির্বাচনের আগে সোসাইটির ফান্ড থেকে নির্বাচন কমিশনকে ২৭ হাজার ডলার প্রদান করা হয়। এরপর প্রার্থীদের কাছে মনোনয়নপত্র প্যাকেজ বিক্রয় বাবদ ইসি’র আয় হয় ৭০ হাজার ডলারের উপর। নির্বাচন পরবর্তী সময়ে আয়-ব্যয়ের হিসেব করে আরো অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা জানিয়ে ইসি’র পক্ষ থেকে বাকী অর্থ প্রদানের অনুরোধ করা হয়। এরপর সোসাইটির কার্যকরী পরিষদের সভায় ইসি’র ব্যয় যুক্তসঙ্গত বিবেচনা করে ৯ হাজার ৯০ ডলার প্রদানের সিদ্ধান্ত হয়।
সূত্র মতে, সোসাইটির ৪১ বছরের ইতিহাসে এবারের নির্বাচনে সর্বাধিক ১৮ হাজার ৫৫১জন ভোটার থাকায় নির্বাচনী ব্যয় বিশেষ করে ইসি কর্তৃক সকল ভোটারের কাছে চিঠি প্রেরণ, পাঁচ কেন্দ্রে ও ৬টি ভোটিং মেশিন, পর্যাপ্ত নিরাপত্তা সহ সংশ্লিষ্ট বিষয়ে অর্থ ব্যয় করতে হয়েছে ইসি-কে।
এদিকে সোসাইটির জরুরী সভার ব্যাপারে সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার শনিবার রাতে ইউএনএ প্রতিনিধিকে জানান, সঙ্গতকারণেই নির্বাচন পরিচালনায় ইসি’রবিপুল অর্থ ব্যয় হয়েছে। তাই ইসি’র অনুরোধে কার্যকরী পরিষদ আরো ৯ হাজার ৯০০ ডলার প্রদানের সিদ্ধান্ত হয় জরুরী সভায়। নির্বাচনী ব্যয়ের চুড়ান্ত হিসাব-নিকাশের পর প্রয়োজনে ইসিকে আরো অর্থ দেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, সোসাইটির দ্বি-বার্ষিক (২০১৭-২০১৮) নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হয়। ইতিপূর্বে অনুুষ্ঠিত সোসইটির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ জানুয়ারী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।