নিউইয়র্ক ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বর্ণাঢ্য আয়োজনে মেরিল্যান্ডে ৩৫তম ফোবানার উদ্বোধন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • / ৩৮ বার পঠিত

হককথা রিপোর্ট: অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব, নতুন প্রজন্মের অহংকার’ শ্লোগানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বিখ্যাত গ্যালট ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিভক্ত ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স অব নর্থ আমেরিকা-ফোবানা’র একাংশের তিন দিনের সম্মেলন। শুক্রবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সম্মেলনের কর্মকান্ড চলবে রোববার (২৮ নভেম্বর) পর্যন্ত। সম্মেলন উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুভেচ্ছা বানী প্রেরণ এবং তাতে ফোবানার সাফল্য কামনা করেন। এই সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নিয়েছেন। উল্লেখ্য, ফোবানা’র অপরাংশের তিন দিনের সম্মেলন যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এই সম্মেলনে থাকছে অতিথি সম্মাননা, স্পন্সর সম্মাননা, বিভিন্ন ক্যাটাগোরিতে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফোবানা ম্যাগাজিন ও ফোবানা বুলেটেন প্রকাশনাসহ নানান আয়োজন। সম্মেলনে অংশগ্রহনকারী উল্লেখযোগ্য শিল্পীবৃন্দের মধ্যে রয়েছেন- সাবিনা ইয়াসমিন, শফি মন্ডল, লায়লা, রবি চৌধুরী, লুইপা, পারভেজ সাজ্জাদসহ দেশ ও প্রবাসের বরেণ্য ও জনপ্রিয় শিল্পী।
ফিতা কেটে উদ্বোধনের পরই বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে প্রবাসের তরুণ প্রজন্ম অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে ওয়াশিংটন ডিসি-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জর্জিয়ার স্টেট সিনেটর বাংলাদেশী-আমেরিকান শেখ রহমান, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রমুখ বক্তব্য রাখেন। ফোবানা’র সদস্য সচিব শিব্বীর আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড. নুরুননবী, ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা, আই গেø¬াবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, ফোবানা’র চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও ফোবানা’র আহবায়ক জি আই রাসেল প্রমুখ ।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দলমত নির্বিশেষে সকল বাংলাদেশীর প্রতিনিধিত্ব করছেন উল্লেখ্য করে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই প্রবাসী বাংলাদেশীরা আজ সারা বিশ্বে মাথা উঁচু করে জীবন যাপন করছে। প্রবাসীদের অর্জন বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে সম্মানের আসনে আসীন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, সমৃদ্ধিতে উপচে পড়ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক অনেক সংস্থাই বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে অভিহিত করছে। বিশের উন্নয়ন প্রত্যাশীরা বাংলাদেশকে অনুসরণ করছে। দেশ ও প্রবাসের সকল বাংলাদেশীই এই গৌরবে ভাগিদার। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি মজবুত করেছে। দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ এবং দেশে বিনিয়োগের আহŸান জানান।
রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে এবং ফোবানা সম্মেলনের সাফল্য কামনা করে বলেন, করোনাকালে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দাঁড়ালেও বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ ইতিমধ্যেই স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি বলেন, সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহনে আজ এই মিলনায়তন এক টুকরো বাংলাদেশ-এ পরিণত হয়েছে।
ষ্টেট সিনেটর শেখ রহমান তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনীতিতে বাংলাদেশীদের আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে বলেন, সারা আমেরিকায় দেড় মিলিয়নেরও অধিক বাংলাদেশী রয়েছি। সকলেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। মুলধারার রাজনীতিতে আমাদের বেশি মাত্রায় অংশগ্রহণ আমাদের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে যথেষ্ঠ ভূমিকা রাখবে। আমাদের আমেরিকান স্বপ্ন পূরণ হওয়া সম্ভব হবে। সেই লক্ষ্যে ফোবানা কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের প্রথম দিনে একুশে পদপকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী সহ বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ফোবানার মিউজিক আইডলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক ইউএস কংগ্রেসম্যান জিম ব্যাংক। নৃত্য আর সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ফোবানা সম্মেলনের প্রথম দিনের কর্মকান্ড শেষ হয়। সম্মেলনের মূল মিলনায়তনের বাইরে বিভিন্ন পণ্য-সামগ্রির স্টল ছাড়াও থাকছে তথ্য কেন্দ্র।
ওয়াশিংটন ডিসি ট্রাইষ্টেট ও নিউইয়র্ক রাজ্য ছাড়াও ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, পেনসলিভেনিয়া, নিউজার্সী প্রভৃতি রাজ্যের প্রবাসী বাংলাদেশীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন বলে ফোবানা সূত্রে জানা গেছে।

 

 

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে মেরিল্যান্ডে ৩৫তম ফোবানার উদ্বোধন

প্রকাশের সময় : ০৫:৩২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১

হককথা রিপোর্ট: অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব, নতুন প্রজন্মের অহংকার’ শ্লোগানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বিখ্যাত গ্যালট ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিভক্ত ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স অব নর্থ আমেরিকা-ফোবানা’র একাংশের তিন দিনের সম্মেলন। শুক্রবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সম্মেলনের কর্মকান্ড চলবে রোববার (২৮ নভেম্বর) পর্যন্ত। সম্মেলন উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুভেচ্ছা বানী প্রেরণ এবং তাতে ফোবানার সাফল্য কামনা করেন। এই সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নিয়েছেন। উল্লেখ্য, ফোবানা’র অপরাংশের তিন দিনের সম্মেলন যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এই সম্মেলনে থাকছে অতিথি সম্মাননা, স্পন্সর সম্মাননা, বিভিন্ন ক্যাটাগোরিতে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফোবানা ম্যাগাজিন ও ফোবানা বুলেটেন প্রকাশনাসহ নানান আয়োজন। সম্মেলনে অংশগ্রহনকারী উল্লেখযোগ্য শিল্পীবৃন্দের মধ্যে রয়েছেন- সাবিনা ইয়াসমিন, শফি মন্ডল, লায়লা, রবি চৌধুরী, লুইপা, পারভেজ সাজ্জাদসহ দেশ ও প্রবাসের বরেণ্য ও জনপ্রিয় শিল্পী।
ফিতা কেটে উদ্বোধনের পরই বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে প্রবাসের তরুণ প্রজন্ম অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে ওয়াশিংটন ডিসি-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জর্জিয়ার স্টেট সিনেটর বাংলাদেশী-আমেরিকান শেখ রহমান, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রমুখ বক্তব্য রাখেন। ফোবানা’র সদস্য সচিব শিব্বীর আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড. নুরুননবী, ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা, আই গেø¬াবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, ফোবানা’র চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও ফোবানা’র আহবায়ক জি আই রাসেল প্রমুখ ।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দলমত নির্বিশেষে সকল বাংলাদেশীর প্রতিনিধিত্ব করছেন উল্লেখ্য করে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই প্রবাসী বাংলাদেশীরা আজ সারা বিশ্বে মাথা উঁচু করে জীবন যাপন করছে। প্রবাসীদের অর্জন বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে সম্মানের আসনে আসীন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, সমৃদ্ধিতে উপচে পড়ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক অনেক সংস্থাই বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে অভিহিত করছে। বিশের উন্নয়ন প্রত্যাশীরা বাংলাদেশকে অনুসরণ করছে। দেশ ও প্রবাসের সকল বাংলাদেশীই এই গৌরবে ভাগিদার। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি মজবুত করেছে। দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ এবং দেশে বিনিয়োগের আহŸান জানান।
রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে এবং ফোবানা সম্মেলনের সাফল্য কামনা করে বলেন, করোনাকালে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দাঁড়ালেও বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ ইতিমধ্যেই স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি বলেন, সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহনে আজ এই মিলনায়তন এক টুকরো বাংলাদেশ-এ পরিণত হয়েছে।
ষ্টেট সিনেটর শেখ রহমান তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনীতিতে বাংলাদেশীদের আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে বলেন, সারা আমেরিকায় দেড় মিলিয়নেরও অধিক বাংলাদেশী রয়েছি। সকলেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। মুলধারার রাজনীতিতে আমাদের বেশি মাত্রায় অংশগ্রহণ আমাদের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে যথেষ্ঠ ভূমিকা রাখবে। আমাদের আমেরিকান স্বপ্ন পূরণ হওয়া সম্ভব হবে। সেই লক্ষ্যে ফোবানা কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের প্রথম দিনে একুশে পদপকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী সহ বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ফোবানার মিউজিক আইডলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক ইউএস কংগ্রেসম্যান জিম ব্যাংক। নৃত্য আর সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ফোবানা সম্মেলনের প্রথম দিনের কর্মকান্ড শেষ হয়। সম্মেলনের মূল মিলনায়তনের বাইরে বিভিন্ন পণ্য-সামগ্রির স্টল ছাড়াও থাকছে তথ্য কেন্দ্র।
ওয়াশিংটন ডিসি ট্রাইষ্টেট ও নিউইয়র্ক রাজ্য ছাড়াও ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, পেনসলিভেনিয়া, নিউজার্সী প্রভৃতি রাজ্যের প্রবাসী বাংলাদেশীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন বলে ফোবানা সূত্রে জানা গেছে।