বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কের নাসাও কলিসিয়ামে শুরু হলো তিনদিন ব্যাপী ফোবানা সম্মেলন
- প্রকাশের সময় : ০১:১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
- / ৩৩৭ বার পঠিত
হককথা রিপোর্ট: ‘আওয়ার চাইল্ড আওয়ার প্রাইড’ শ্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ নাসাও কলিসিয়ামে শুরু হলো তিনদিন ব্যাপী ফেডারেশন ইন বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা-ফোবানা সম্মেলন। যুক্তরাষ্ট্রের লেবার ডে ইউকেন্ডে অর্থাৎচলতি বছরের ৩০-৩১ আগষ্ট এবং ১ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে ফোবানা’র ৩৩তম ফোবানা সম্মেলন।
শুক্রবার (৩০ আগষ্ঠ) সন্ধ্যায় মারিয়ট হেটেলে এই সম্মেলনের কনভেনর নার্গিস আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মেলনের উদ্বাধন করেন প্রধান অতিথি থাকছেন নাসাউ কলিসিয়াম-এর এক্সিকিউটিঢ ডাইরেক্টর মার্থা ক্রিসেল ইএসকিউ। উদ্বাধনী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সম্মেলনের সদস্য সচিব হচ্ছেন আবীর আলমগীর। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর আমেরিকায় ঐক্যবদ্ধ বাংলাদেশী কমিউনিটি গড়ার পাশাপাশি নতুন প্রজন্মেও মাঝে বাংলাদেশী কৃষ্টি-কালচার ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রজন্ম সহ প্রবাসের শিল্পীরা দলীয়ভাবে বিশেষ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ফোবানা স্ট্রীয়ারিং কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারী জাকারিয়া চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কয়েকশত প্রবাসী বাংলাদেশী সপরিবারে এই সম্মেলনে যোগ দিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, কনভেনশনের মূল অনুষ্ঠান হবে শনি ও রোববার যথাক্রমে ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর। কনভেনশনে ৮টি বিষয় ভিত্তিক সেমিনার, কাব্য জলসা, কবি সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টল প্রভৃতি থাকবে। এই কনভেনশনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, ফাতেমাতুজ জোহরা, রিজিয়া পারভিন, তপন চৌধুরী, শুভ্র দেব, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ছাড়াও তাজুল ইমাম, লিনা তাপসী, তনিমা হাদী, মিথুন জব্বার এবং ফুয়াদ এন্ড ফেন্ডস-এর শিল্পীরা অংশ নেবেন। এছাড়াও থাকবে মাইলস-এর পরিবেশনা।