ফেনী জেলা সমিতির ইফতার পার্টি অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০১৫
- / ৭৭৬ বার পঠিত
নিউইয়র্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে ফেনী জেলা সমিতির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সিটির জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ২০ জুন শনিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি জসীম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দলমত-নির্বিশেষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসীর বাংলাদেশী এতে অংশ নেন।
ফেনী জেলা সমিতির ইফতার পার্টিতে জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন, বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও জয়নাল আবেদীন, যুবনেতা জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ, এম এ বাতিন সহ কমিউনিটি নেতা আব্দুর রব, বেলাল মাহমুদ, রফিক পাটোয়ারী, কামালউদ্দিন, সাইদুর রহমান সাঈদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে পাঠের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। মোনাজাতে বাংলাদেশ ও প্রবাসীদের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্যে পরম করুণাময় আল্লাহতায়ালার দরবারে প্রার্থনা করা হয়।