প্রবাসী শরীয়তপুর সমিতির সংবর্ধনা ও মতবিনিময় ২৭ নভেম্বর
- প্রকাশের সময় : ০৮:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ৭৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি ছাবেদুর রহমান (খোকা শিকদার) এর সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক এর উদ্যোগে স্থানীয় সময় রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর নবান্ন রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে এ সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রবাসী শরীয়তপুরবাসীসহ কমিউনিটির সকলকে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক বুলবুল মালিক (ক্যাপ্টেন), সদস্য সচিব জসিম উদ্দিন বাদল, সমন্বয়কারী সৈয়দ এম জলিল (জব্বার মেলকার), যুগ্ম আহ্বায়ক নাজমুল হক রিপন, দিদার মাদবর, মো. এন হক টিটু, মো. সাত্তার ফকির, মানিক মিয়া, তানিসুর রহমান।
প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক এর সভাপতি আব্দুল মান্নান ঢালী, সাধারণ সম্পাদক মো. ইসমাইল জাবিউল্লাহ (টগর) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রচার সম্পাদক মোবারক হোসেন (নয়ন) প্রচারিত আমন্ত্রন পত্র থেকে জানা যায়।
ছাবেদুর রহমান (খোকা শিকদার) শরীয়তপুর জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি।

















