প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১২:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ৫১৬ বার পঠিত
নিউইয়র্ক: প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আসন্ন নির্বাচন কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্ট সহ সকল বিরোধী রাজনৈতিক নেতা ও নির্বাচন কমিশন কর্তৃক মনোনীত প্রার্থীদের গ্রেফতার, হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এক সভা হয়েছে।
সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সভার আয়োজন করা হয়। বিশিষ্ট অর্থনীতিবীদ ও সংগঠনের আহ্বায়ক ড. শওকত আলীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিমউদ্দিন ভূইয়া, নিরা রব্বানী, মার্শাল মুরাদ, সেলিম রেজা, আনোয়ার জাহিদ প্রমুখ। সভা পরিচালনা করেন বিএনপি নেতা সাঈদ।
সভায় ড. শওকত আলী বলেন, তত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ষড়যন্ত্র এখন প্রকাশিত হয়েছে। তিনি বিরোধী রাজনীতিবীদদের উপর হামলা বিশেষ করে ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকনের উপর গুলী বর্ষনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবী জানান ।
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সভায় যোগ দেন এবং আওয়ামী লীগ সরকারের কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি।