নিউইয়র্ক ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রবাসীদের অধিকার আদায়ে সংগ্রামী হতে হবে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • / ৪৯৬ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী কমলগঞ্জবাসীর দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না একে অপরের সাথে ভাগিতা, ঐক্য ও বন্ধন আরো সুদৃঢ় করা এবং কমলগঞ্জের কল্যাণে কাজ করার প্রত্যয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক’ পূনর্মিলনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি কমলগঞ্জেরই কৃতি সন্তান। খবর ইউএনএ’র।
সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আবজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিলাল দেব রায়। আলোচনায় অংশ নেন অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, মোহাম্মদ রহমান ফরিদ, মোহাম্মদ মহসিন প্রমুখ।
সভায় বিচারপতি এস কে সিনহা কমলগঞ্জের কল্যাণে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের সংগঠন ‘কমলগঞ্জ সোসাইটি’। তাই প্রবাসীদের অধিকার আদায়ে সোসাইটিকে সংগ্রামী হতে হবে। কমলগঞ্জবাসীদের অধিকার আর দাবী আদায়ে প্রয়োজনে সরকারের সাথে মিলিত হতে হবে। তিনি শিক্ষার উপর গুরুত্বরোপ করে বলেন, কমলগঞ্জে স্কুল-কলেজ বাড়াতে হবে।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদির উপর বক্তব্য রাখেন। তারা বলেন, কমলগঞ্জের বন উজাড় হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এদিকে সকলের নজর দিতে হবে। তারা বলেন, প্রবাসেও কমলগঞ্জ-কে ধারন করে ‘কমলগঞ্জ সোসাইটি’। কমলগঞ্জ সোসাইটি আমেরিকাতে কমলগঞ্জের মানুষের মুখপাত্র হিসাবে কাজ করবে বলে অঙ্গীকার করেন।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ডা. টুটুল চৌধুরী ‘বাউল স¤্রাট’ শাহ আব্দুল করিমের পর পর ৪ টি গান পরিবেশন করে সকল সদস্যবৃন্দকে উজ্জীবিত করেন। অনুষ্ঠানে জেবিবিএ’র (একাংশ) সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী কমলগঞ্জবাসী সপরিবারে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর রোববার জ্যাকসন হাইটস্থ নিউ মেজবান রেস্টুরেন্টে নিউইয়র্ক, নিউজার্সী ও পেটারসন তথা ট্রাইষ্টেট এলাকা থেকে আগত প্রায় ৬০ জন কমলগঞ্জবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সাধারণ সভায় ‘কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক’ প্রতিষ্ঠা ও কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি, ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৩ সদস্য বিশিষ্ট ট্রাস্টিবোর্ড গঠন করা হয়। কার্যকরী কমিটির সভাপতি হিসাবে মিয়া মোহাম্মদ আবজলকে এবং মতি লাল দেব রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

প্রবাসীদের অধিকার আদায়ে সংগ্রামী হতে হবে

প্রকাশের সময় : ০৩:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী কমলগঞ্জবাসীর দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না একে অপরের সাথে ভাগিতা, ঐক্য ও বন্ধন আরো সুদৃঢ় করা এবং কমলগঞ্জের কল্যাণে কাজ করার প্রত্যয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক’ পূনর্মিলনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি কমলগঞ্জেরই কৃতি সন্তান। খবর ইউএনএ’র।
সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আবজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিলাল দেব রায়। আলোচনায় অংশ নেন অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, মোহাম্মদ রহমান ফরিদ, মোহাম্মদ মহসিন প্রমুখ।
সভায় বিচারপতি এস কে সিনহা কমলগঞ্জের কল্যাণে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের সংগঠন ‘কমলগঞ্জ সোসাইটি’। তাই প্রবাসীদের অধিকার আদায়ে সোসাইটিকে সংগ্রামী হতে হবে। কমলগঞ্জবাসীদের অধিকার আর দাবী আদায়ে প্রয়োজনে সরকারের সাথে মিলিত হতে হবে। তিনি শিক্ষার উপর গুরুত্বরোপ করে বলেন, কমলগঞ্জে স্কুল-কলেজ বাড়াতে হবে।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদির উপর বক্তব্য রাখেন। তারা বলেন, কমলগঞ্জের বন উজাড় হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এদিকে সকলের নজর দিতে হবে। তারা বলেন, প্রবাসেও কমলগঞ্জ-কে ধারন করে ‘কমলগঞ্জ সোসাইটি’। কমলগঞ্জ সোসাইটি আমেরিকাতে কমলগঞ্জের মানুষের মুখপাত্র হিসাবে কাজ করবে বলে অঙ্গীকার করেন।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ডা. টুটুল চৌধুরী ‘বাউল স¤্রাট’ শাহ আব্দুল করিমের পর পর ৪ টি গান পরিবেশন করে সকল সদস্যবৃন্দকে উজ্জীবিত করেন। অনুষ্ঠানে জেবিবিএ’র (একাংশ) সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী কমলগঞ্জবাসী সপরিবারে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর রোববার জ্যাকসন হাইটস্থ নিউ মেজবান রেস্টুরেন্টে নিউইয়র্ক, নিউজার্সী ও পেটারসন তথা ট্রাইষ্টেট এলাকা থেকে আগত প্রায় ৬০ জন কমলগঞ্জবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সাধারণ সভায় ‘কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক’ প্রতিষ্ঠা ও কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি, ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৩ সদস্য বিশিষ্ট ট্রাস্টিবোর্ড গঠন করা হয়। কার্যকরী কমিটির সভাপতি হিসাবে মিয়া মোহাম্মদ আবজলকে এবং মতি লাল দেব রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।