প্রথম প্রহরে ব্যতিক্রমী আয়োজন : যুক্তরাষ্ট্র আ. লীগের ঐতিহাসিক ৭ মার্চ পালন
- প্রকাশের সময় : ০২:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ১০৬৮ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। দিনটির প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২টায় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিলে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন আবুল কাশেম চৌধুরী। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের বিদেহী আতœার শান্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে শহীদদের স্মরণে নিরবতা পালন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। খবর ইউএনএ’র।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ সহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে শাহানারা রহমান, আবুল মনসুর খান, কৃষিবীদ আশরাফুজ্জামান, মাহবুবুর রহমান টুকু, আব্দুল মালেক, শেখ আতিক, এডভোকেট মোর্শেদা জামান, সাদেক শিবলী, আনিসুর রহমান, সুমন সহ আওয়ামী লীগ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, মহিলা লীগ ও যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো স্বীকৃত হওয়ায় প্রমাণিত হয়েছে ঐ ভাষণটি কত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে প্রবাসের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এর কোন বিকল্প নেই।
আব্দুস সামাদ আজাদ বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর ভাষণই আমাদের স্বাধীনতার ঘোষণা আর অনুপ্রেরণা।
এদিকে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের ব্যানারে জ্যামাইকার স্টার কাবাব রেষ্টুরেন্ট মিলনায়তনে আরো একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. আব্দুল বাতেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ফার্মাস্টি আব্দুল আওয়াল সিদ্দিকী, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী প্রমুখ। এই সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার।
অপরদিকে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের খাবার বাড়ীর চাইনিজে এক আলোচনা সভার আয়োজন করে। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান ও এবাদুল হক, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ।
ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায়গুলোয় বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মার্চ মাস বাঙালীদের জাতীয় জীবনে নানা কারনেই ঐতিহাসিক। ১৯৭১-এর এই মাসেই বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ (৭ মার্চ) দেন, এই মার্চ মাসেই বাঙালী জাতি স্বাধীনতা লাভ করে। বক্তারা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে সমগ্র জাতি উদ্ধুদ্ধ হয়ে জাতি স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা আমেরিকা আসতে পারতাম না। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর উন্নয়নের পথ ধরেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে উন্নত দেশ গড়তে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুন:নির্বাচিত করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।