নিউইয়র্ক ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন ১০ নভেম্বর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • / ২৩৭ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের বৃহত্তম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ২০২০-২০২৩ সালের নির্বাচন আগামী ১০ নভেম্বর রোববার পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্টিত হবে। এই নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রথম সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
গত ৭ অক্টোবর পার্কচেষ্টার জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিশনার যথাক্রমে মোহাম্মদ আজিজুল করিম, সালেহ আহমদ, মাইদুল ইসলাম ও মনসুরুল হাসান। সভায় সিদ্ধান্ত হয় যে, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর রোববার, ভোট গ্রহণের সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ঠা পর্যন্ত। ভোট গ্রহণের স্থান: পার্কচেষ্টার জামে মসজিদ ও ইসলামী সেন্টার ইনক (১২০৩ ভার্জিনিয়া এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৭২)।
সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের নিকট নির্বাচনী প্যাকেজ বিতরণ করা হবে ১৫ ও ১৬ অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত। মনোনয়নপত্র জমার তারিখ ১৯ অক্টোবর বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনী প্যাকেজ বিতরণ ও মনোনয়নপত্র জমার স্থান মসজিদের দুতলাস্থ কার্যালয়। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২২ অক্টোবর বিকাল ৫টা থেকে থেকে ৮টা পর্যন্ত। নির্বাচনী নিয়মাবলী সহ পূর্ণাঙ্গ তফসিল স্থানীয় সংবাদপত্রে প্রকাশ করা হবে।
সভায় কমিশনের পক্ষ থেকে একটি অবাধ ও অংশমূলক নির্বাচন আয়োজনে মসজিদের বর্তমান ও সাবেক সকল কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টা কমিটি, আগ্রহী প্রার্থী, গণমাধ্যম কর্মী এবং সকল মুসল্লী সহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন ১০ নভেম্বর

প্রকাশের সময় : ০৯:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯

নিউইয়র্ক: বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের বৃহত্তম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ২০২০-২০২৩ সালের নির্বাচন আগামী ১০ নভেম্বর রোববার পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্টিত হবে। এই নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রথম সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
গত ৭ অক্টোবর পার্কচেষ্টার জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিশনার যথাক্রমে মোহাম্মদ আজিজুল করিম, সালেহ আহমদ, মাইদুল ইসলাম ও মনসুরুল হাসান। সভায় সিদ্ধান্ত হয় যে, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর রোববার, ভোট গ্রহণের সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ঠা পর্যন্ত। ভোট গ্রহণের স্থান: পার্কচেষ্টার জামে মসজিদ ও ইসলামী সেন্টার ইনক (১২০৩ ভার্জিনিয়া এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৭২)।
সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের নিকট নির্বাচনী প্যাকেজ বিতরণ করা হবে ১৫ ও ১৬ অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত। মনোনয়নপত্র জমার তারিখ ১৯ অক্টোবর বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনী প্যাকেজ বিতরণ ও মনোনয়নপত্র জমার স্থান মসজিদের দুতলাস্থ কার্যালয়। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২২ অক্টোবর বিকাল ৫টা থেকে থেকে ৮টা পর্যন্ত। নির্বাচনী নিয়মাবলী সহ পূর্ণাঙ্গ তফসিল স্থানীয় সংবাদপত্রে প্রকাশ করা হবে।
সভায় কমিশনের পক্ষ থেকে একটি অবাধ ও অংশমূলক নির্বাচন আয়োজনে মসজিদের বর্তমান ও সাবেক সকল কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টা কমিটি, আগ্রহী প্রার্থী, গণমাধ্যম কর্মী এবং সকল মুসল্লী সহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি।