নূরুল ইসলাম নাহিদ এমপি’র নিউইয়র্ক আগমন
- প্রকাশের সময় : ০৮:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
- / ২২৯ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি এক সরকারী সফরে নিউইয়র্কে এসে পৌছেছেন। জাতিসংঘের এক কর্মসূচীতে যোগদান উপলক্ষে তিনি বৃহস্পতিবার (১০ অক্টোবর) অপরাহ্নে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে প্রবাসী বাংলাদেশীরা বিমানবন্দরে তাকে ফুলেল স্বাগত জানান। উল্লেখ্য, নূরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ (গোপালগঞ্জ ও বিয়ানীবাজার) আসন থেকে নির্বাচিত এমপি। খবর ইউএনএ’র।
সাবেক মন্ত্রী নাহিদ এমপি বেলা আড়াইটার দিকে বিমানবন্দরে এসে পৌছলে গোপালগঞ্জ-বিয়ানীবাজারের নেতৃবৃন্দের মধ্যে ওয়াহিদুর রহমান মুক্তা, আব্দুল জলিল, আজিজুর রহমান সাবু, মস্তফা কামাল, শেখ আতিকুল ইসলাম, আবুল হোসেন, মিসবাদ আহমেদ, খসরুজ্জামান খসসরু, মহিউদ্দিন, ওয়াহিদ পারভেজ, শামীম আহমেদ প্রমুখ তাকে স্বাগত জানান।
এদিকে নূরুল ইসলাম নাহিদ এমপি নিউইয়র্ক অবস্থানকালে তিনি তার নির্বাচনী এলাকা সিলেটের গোপালগঞ্জ ও বিয়ানীবাজারবাসীদের সাথে মতবিনিময় করবেন। প্রবাসীরা এই সভার আয়োজন করেছেন। আগামী ১৩ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় ওজনপার্কের দেশী সিনিয়র সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে। এজন্য ওয়াহিদুর রহমান মুক্তা-কে আহ্বায়ক ও শামীম আহমেদ-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।