নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল শেখের ফান্ডরেজিং ডিনার
- প্রকাশের সময় : ১১:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০১৭
- / ৬৮৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশী কমিউনিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনার মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২-এর কাউন্সিলম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ মূলধারার রাজনীতিক বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখের বিশাল ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক সিটির ওজন পার্কের ম্যাজেস্টিক মারকুউজ পার্টি হলে উৎসবমুখর পরিবেশে গত ৩০ এপ্রিল রোববার রাতে এ ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়। মূলধারা ও কমিউনিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ ফান্ডরেজিং ডিনারে বাংলাদেশী কমিউনিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করে কমিউনিটির সেবায় নিজকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন হেলাল শেখ।
বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজিমুর রহমান বুরহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যান্ডস-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও টাস্ট্রিবোর্ড চেয়ারম্যান আবদুস শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মনির আহমেদ, ইকবাল আহমেদ মাহবুব, এমাদ চৌধুরী, ড. মাহমুদুর রহমান চৌধুরী, সামছুদ্দীন সোনাই, মাহবুবুর রহমান চৌধুরী, ডা. তানিয়া মুকিত শেখ, মখন মিয়া, মোস্তফা কামাল, হাজী আবদুর রহমান, মঈনুল ইসলাম, বেলাল আবু শেখ, প্রফেসার আমিনুল হক চুন্নু, আবদুল জলিল, হাজী নিজাম উদ্দিন, আবিদুর রহমান, মঈনুজামান চৌধুরী, মূলধারার রাজনীতিক ওয়াল্টার ক্যাম্বল প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মেম্বার সেক্রেটারী মাওলানা রশিদ আহমেদ।
‘ফ্রেন্ডস অব হেলাল এ শেখ ফান্ডরেজিং কমিটি’র কো-কনভেনার মুহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী সিটির পাবলিক স্কুলের সাবেক শিক্ষক হেলাল আবু শেখকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান। বক্তারা আসন্ন নির্বাচনে হেলাল শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। বক্তারা বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়ালে তার বিজয় সুনিশ্চিত।
ফান্ডরেজিং ডিনারে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল শেখ সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন। তিনি বলেন, পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
হেলাল শেখ বলেন, নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজিতে অধ্যয়নকালে তিনি দক্ষিণ এশিয়ানদের মধ্যে সর্ব প্রথম স্টুডেন্ট গভর্ণমেন্ট এসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন। সে অভিজ্ঞতা ও সবার সহযোগিতা নিয়ে প্রথম বাঙালী কাউন্সিলম্যান হিসেবে কমিউিনিটির সেবা করার সুযোগ চান তিনি। তিনি বলেন, আল্লাহ তাকে অনেক দিয়েছেন। তার চাওয়া-পাওয়ার কিছু নেই। শুধু কমিউনিটির সেবায় নিজকে উৎসর্গ করতে চান। সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চান। হেলাল শেখ তাকে সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘ফ্রেন্ডস অব হেলাল এ শেখ ফান্ডরেজিং কমিটি’র কনভেনার কবির চৌধুরী, মেম্বার সেক্রেটারী আতাউল গনি আসাদ, আনোয়ার খান, তাসবিক হোসেন, এম সুজন, হেলাল আবু শেখের মেয়ে মাইশা শেখ প্রমুখ।
উল্লেখ্য, ‘নিউ ভিশন, নিউ ডিরেকশান’ এ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী হেলাল আবু শেখ। আগামী ১২ সেপ্টেম্বর ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে।