নিউইয়র্ক মহানগর আ. লীগের আনন্দ সমাবেশ
- প্রকাশের সময় : ০৪:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / ৫৯২ বার পঠিত
হককথা ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আনন্দ সমাবেশ করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে গত ২ জুলাই সন্ধ্যায় ব্রুকলীনের একটি রেষ্টুরেন্ট আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম ও সামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন। আনন্দ সমাবেশ পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী।
আনন্দ সমাবেশে অতিথিবৃন্দ ছাড়াও আলোচনায় অংশ নেন ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নজরুল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এগিয়ে ছলছে বলেই আওয়ামী লীগের প্রার্থী জনগণের বিপুল ভোটে গাজীপুরে নির্বাচিত হয়েছেন। এই বিজয় আওয়ামী লীগের উন্নয়নের বিজয়, জনগণের বিজয়। তিনি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতা-কর্মীদের কাজ করার জন্য আহবান জানান।
ড. সিদ্দিকুর রহমান বলেন, এমদাদ চৌধুরীর নেতৃত্বে নিউইয়র্ক মহাগর আওয়ামী লীগ কাজ করছে। এখানে বিভ্রান্তির কোন সুযোগ নেই। আর দলের মধ্যে কাউকে কোন প্রকার বিভ্রান্তির সুযোগ সৃষ্টি করতে দেয়া হবে না বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।