নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পুনঃর্মিলনী ২৭ জুন

- প্রকাশের সময় : ০২:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ৩৭ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের প্রথম প্রেসক্লাব নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল সোমবার বিকেলে জ্যাকসন হাইটসে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, অর্থ সম্পাদক মোমিন মজুমদার এবং কার্যকরী সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় মহামারী করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনার পর লং আইল্যান্ডের একটি পার্কে পূর্নমিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। আগামী ২৭ জুন রোববার এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কার্যকরী পরিষদের সহযোগিতায় এই কর্মসূচী বাস্তবায়নের জন্য এবিএম সালাহউদ্দিন আহমেদকে আহবায়ক ও আলমগীর সরকারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এছাড়াও সভায় ক্লাবের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য অসুস্থ সৈয়দ ইলিয়াস খসরুর দ্রæত সুস্থতা সহ দেশ ও প্রবাসে মহামারী করোনায় আক্রান্তদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মোমিন মজুমদার। -প্রেস বিজ্ঞপ্তি।