নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভা : ১৩ মে ইফতার মাহফিল
- প্রকাশের সময় : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
- / ৫২০ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভায় পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ১৩ মে সোমবার ইফতার মাহফিল এবং পবিত্র ঈদুল ফিতরের পর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান ব্যক্তিগত সফরে বাংলাদেশ অবস্থানকালীন সময় পর্যন্ত সংগঠনের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
সিটির জ্যাকসন হাইটসে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) গত ৯ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস।
সভায় অন্যান্য ক্লাব কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, প্রচার সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী পরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ ও রশীদ আহমদ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় যে, ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান ব্যক্তিগত সফরে বাংলাদেশে যাচ্ছেন এবং তার অনুপস্থিতকালীন সময় পর্যন্ত ক্লাবের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ১৩ মে সোমবার ইফতার মাহফিল এবং পবিত্র ঈদুল ফিতরের পর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। ইফতার মাহফিলে ক্লাব সদস্য সহ বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকগণ আমন্ত্রিত থাকবেন এবং ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান বড় আকারে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিল সফল করতে শেখ সিরাজুল ইসলাম-কে আহ্বায়ক, আলমগীর সরকার-কে সদস্য সচিব এবং রশীদ আহমদ-কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এছাড়াও সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে ক্লাবের গঠনতন্ত্র সংশোধন করে তা কার্যকরী পরিষদের কাছে হস্তান্তর করার জন্য ‘গঠনতন্ত্র সংশোধন’ কমিটির প্রতি অনুরোধ জানানো হয়। সভায় গুরুতর অসুস্থ সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ’র আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।