নিউইয়র্ক প্রবাসী বাপনের মাতৃবিয়োগ

- প্রকাশের সময় : ১১:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ৩৫ বার পঠিত
হককথা রিপোর্ট: নিউইয়র্ক প্রবাসী শেখ আবু সাদিক (বাপন)-এর মাতা মোসাম্মৎ কুসুম (৯০) ঢাকায় ইন্তেকাল করেছেন। বাংলাদেশ সময় বুধবার (৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরস্থ মিলিনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ কন্যা ও একমাত্র পুত্র সহ বহু আত্বীয়-স্বজন রেখে যান।
নিউইয়র্ক সিটির উডসাইডে বসবাসকারী শেখ আবু সাদিক (বাপন) জানান, শারীরিকভাবে অসুস্থবোধ করায় এক সপ্তাহ আগে তার মা মোসাম্মৎ কুসুম-কে মিলিনিয়াম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিমোনিয়ায় ভুগছিলেন। মরহুমা মিরপুরস্থ পুত্রের বাসায় বড় কন্যার সাথে বসবাস করতেন। তার মরদেহ বাগেরহাট জেলার কুচুয়া উপজেলার যোশোর্দী গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
শেখ আবু সাদিক (বাপন) তার মায়ের বিদেহী আতœার মাগফেরাত কামনায় সবার দোয়া কামনা করেছেন।