বিজ্ঞাপন :
নিউইয়র্কে সাবওয়ে হামলা, গুলি : এক যুবক গ্রেফতার
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০১৫
- / ৪৯৭ বার পঠিত
নিউইয়র্ক: সাবওয়ে ট্রেনের ভেতরে একজন কারেকশন অফিসারকে আক্রমণ, গুলি বর্ষন ও হত্যার ঘঁটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ব্রুকলীন মুখি বুরো হল স্টেশনে ঘটে এই ঘঁটনা। গ্রেফতার হওয়া ২৮ বছর বয়সী যুবক জেসেলিন ইভারিং এবং ৩২ বছর বয়সী অন্য যুবক গিলবার্ট ড্রঘু ট্রেনের ভেতরেই ৬৯ বছর বয়সী উইল গ্রোমেজের উপর আক্রমন চালায়। এসময় তারা মদ্যপ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। প্রথমে তারা তুচ্ছ কারণে উইলের সাথে তর্ক শুরু করে এবং পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে তারা গ্রোমেজের ওপর আক্রমন চালালে তার গুলীতে নিহত হয় ড্রঘু। পুলিশ এ ব্যাপারে গ্রোমেজকেও পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। গ্রোমেজের কাছে থাকা বন্দুকটি রেজিস্ট্রিকৃত বলেও জানিয়েছে পুলিশ। টাইম টিভি
Tag :