নিউইয়র্কে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী চালক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
- / ৫১১ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী ক্যাবচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবাসী এক বাংলাদেশী নারীকে তিনি ডলারের বিনিময়ে অশালীন প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদ খালেক নামে ওই ক্যাবচালককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সংবাদমাধ্যমের কাছে নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা ওই নারী অভিযোগ করেন, মোহাম্মদ খালেক তাঁর পূর্বপরিচিত। কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে খালেক তাঁকে ক্যাবে উঠতে বলেন। কিন্তু তিনি অন্য পথে ক্যাব কানেটিকাটের নরোয়াক এলাকায় নিয়ে যান। পরে খালেক ওই নারীকে এক হাজার ডলার দিয়ে অশালীন প্রস্তাব দেন। এ সময় ওই নারী গাড়ি থেকে নেমে যান। চেঁচামেচি শুরু করেন। এরপর খালেক ক্যাব নিয়ে পালিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে খালেক নিউইয়র্কের বাংলা সংবাদমাধ্যম টাইম টিভিকে বলেন, তাঁর সঙ্গে ওই নারীর আর্থিক লেনদেন ছিল। বিষয়টি নারীর স্বামীও জানেন। ভয় দেখিয়ে স্বার্থ হাসিল করতে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশী ক্যাব চালকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা বিষয়টি লজ্জাজনক বলে ধিক্কার জানান।
নিউইয়র্কের ট্যাক্সি এবং লিমোজিন কমিশন খালেকের ক্যাব চালানোর লাইসেন্স বাতিল করেছে। (প্রথম আলো)