নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সামনে বিএনপি’র বিক্ষোভ : শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
- প্রকাশের সময় : ০৩:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০১৫
- / ৯৫৬ বার পঠিত
নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, অবিলম্বে জাতীয় নির্বাচন দাবী আর ‘বাংলাদেশে গণতন্ত্র পুন:রুদ্ধার’-এর লক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের চলমান আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্র বিএনপি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। যুক্তরাস্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর পৃথক পৃথক আহ্বানে দলীয় নেতা-কর্মীরা কনস্যুলেটের সামনে অংশ নেয়।
সিটির এস্টোরিয়ার নর্দান বুলেভার্ডস্থ বাংলাদেশ কনস্যুলেট ভবনের সমানে গত ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার অপরাহ্নে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের দলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্যানার হাতে শেখ হাসিনা সরকার বিরোধী নানা শ্লোগান দেয়।
সমাবেশে জিল্লুর রহমান জিল্লু ক্ষমতাসীন মহাজোট সরকারকে ‘অবৈধ সরকার’ আখ্যায়িত করে বলেন শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। তিনি বলেন, শেখ হাসিনা জানেন তার পতন অনির্বায্য তাই তিনি বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের উপর চরম জুলুম-নির্যাতন-নিপীড়ন চালাচ্ছেন। ক্ষতায় বহাল থাকতে মরণ কামড় দিয়েছে। যে মরণ কামড়ে মারা যাচ্ছে বাংলাদেশের নিরীহ মানুষ। তিনি বলেন, সরকারে পতন ঠেকাতেই শেখ হাসিনা রাষ্ট্রের আইন- শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছেন। সরকার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেশের মানুষকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। এমন নজির পৃথিবীতে নেই। তিনি বলেন, শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই জেনেই সরকার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দিচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গ্রেফতার, হামলা, মামলা করে লাভ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক জিয়ার আহবানে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ।
আবু সাইদ আহমেদ ও সাইফুর খান হারুণের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ও নিয়াজ আহমেদ জুয়েল, বিএনপি নেতা ছয়েদুল হক, আব্দুস সবুর, এবাদ চৌধুরী, জাফর তালুকদার, আবুল কাশেম, এম এ বাছিত, যুবদল নেতা সরোয়ার খান বাবু প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশে অন্যান্যে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আল আমিন খান, মোসাম্মত খানম, নজরুল ইসলাম, তানভীর হোসেন প্রিন্স, ফিরোজ আহমেদ, মাসুদুর রহমান, আতিকুল হক আহাদ, মোহাম্মদ আলী রাজা, জাহিদ খান, সোয়েব আহমেদ চৌধুরী, শরিফুল খালিশদার, মাহবুব খান, নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, আহবাব চৌধুরী খোকন, লায়েক তরেফদার, আজাদুর রহমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, মেহবুব খান, জুবের চৌধুরী শাহীন, উত্তম বণিক, সিফতা মামুন, আবুল কাশেম, আবুল হোসেন শাহাদত, মোশাররফ মিয়া, সাইদ আহমেদ, শহীদুল হক, শেখ হায়দার আলী, রেজাউল আজাদ ভূইয়া, হামিদুর রহমান, ইকবাল হায়দার, মাওলানা সুলতান মাসুদ, আজগর হোসেন, শাহাদাত, দিলদার, সজীব, শিহাব উদ্দিন, তায়জুল ইসলাম, আবু সুফিয়ান, আসিনুজ্জামান, শহীদুল হক, দেওয়ান রকি চৌধুরী, সাইফুর রাজা চৌধুরী, মাহমুদ চৌধুরী, সাহানা খানম, সাইফুল ইসলাম, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।