নিউইয়র্ক ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে বাংলাদেশী ক্যাব চালক আরেক বাংলাদেশী নারীকে অপহরণ ও ধর্ষণ !

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
  • / ৬৮৯ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে বাংলাদেশী ক্যাব চালক আরেক বাংলাদেশী নারীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা করে৷ খবর এবিসি ৭.
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি নিপা মোনালিসা বলেন, প্রতিদিনের মতো করে আমি ৭ এপ্রিল কাজ শেষ করে বাসায় যাবো তখন খালেক আমাকে বলে তোমাকে বাসায় নামিয়ে দেব৷ ‘ক্যাব চালক মোহাম্মদ খালেদ আমার প্রতিবেশী ৷ আমাকে বাসায় নামানোর কথা বলে নিউয়র্কের বাইরে ৪০ মাইল দূরে কানেকটিকাট অঙ্গরাজ্যের নরওয়াক শহরে নিয়ে যায় ৷ ক্যাব চালক খালেক আমাকে ১০০০ ডলার দিয়ে বলে, নিপা এই নাও টাকা, আমার সাথে রাত যাপন করো৷ দেশ থেকে সবে মাত্র আসা নিপা কেঁদে কেঁদে বলেন আমি জানতাম না আমি কোথায়, আমি মনে করেছি নিউইয়র্কে ৷ যখন আমি ক্যাব থেকে লাফ দেই এবং ৯১১ ফোন দেই তখন জানতে পারলাম আমি নিউয়র্কের বাইরে ৷’
নিপা বার বার এবিসি ৭ সাক্ষাৎকারে বলেছিল, খালেক আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া সে পারেনি ৷
নিপার স্বামী বলেন, খালেক আমার স্ত্রীকে ধর্ষণ করতে চেয়েছিলো কিন্তু ওই সময় একজন মোটর বাইক আরোহী তাকে সাহায্য করে এবং নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পুলিশ খবর দেন ৷
এইদিকে পুলিশি তথ্যে বেরিয়ে আসে বাংলাদেশী ক্যাব চালক মোহাম্মদ খালেকের চাঞ্চল্যকর তথ্য ৷ গত বছরের জুলাই মাসে ক্যাব চালানো অবস্থায় যাত্রীকে পর্নগ্রাফি দেখান এবং সেক্স করার চেষ্টা করলে ব্যর্থ হন ৷ অতঃপর তার লাইসেন্সের সাথে ১০০০ ডলার ফাইন গুনতে হয়৷ খালেক বিভিন্ন সময়ে এসব ঘটনায় ৫ বার গ্রেফতার হন ৷
জামিনে বের হওয়ার নিপার পরিবার আরও ভয়ে উদ্বিগ্নে- উৎকণ্ঠায় বসবাস করেছেন ৷ (আওয়াজবিডি.কম)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

নিউইয়র্কে বাংলাদেশী ক্যাব চালক আরেক বাংলাদেশী নারীকে অপহরণ ও ধর্ষণ !

প্রকাশের সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে বাংলাদেশী ক্যাব চালক আরেক বাংলাদেশী নারীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা করে৷ খবর এবিসি ৭.
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি নিপা মোনালিসা বলেন, প্রতিদিনের মতো করে আমি ৭ এপ্রিল কাজ শেষ করে বাসায় যাবো তখন খালেক আমাকে বলে তোমাকে বাসায় নামিয়ে দেব৷ ‘ক্যাব চালক মোহাম্মদ খালেদ আমার প্রতিবেশী ৷ আমাকে বাসায় নামানোর কথা বলে নিউয়র্কের বাইরে ৪০ মাইল দূরে কানেকটিকাট অঙ্গরাজ্যের নরওয়াক শহরে নিয়ে যায় ৷ ক্যাব চালক খালেক আমাকে ১০০০ ডলার দিয়ে বলে, নিপা এই নাও টাকা, আমার সাথে রাত যাপন করো৷ দেশ থেকে সবে মাত্র আসা নিপা কেঁদে কেঁদে বলেন আমি জানতাম না আমি কোথায়, আমি মনে করেছি নিউইয়র্কে ৷ যখন আমি ক্যাব থেকে লাফ দেই এবং ৯১১ ফোন দেই তখন জানতে পারলাম আমি নিউয়র্কের বাইরে ৷’
নিপা বার বার এবিসি ৭ সাক্ষাৎকারে বলেছিল, খালেক আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া সে পারেনি ৷
নিপার স্বামী বলেন, খালেক আমার স্ত্রীকে ধর্ষণ করতে চেয়েছিলো কিন্তু ওই সময় একজন মোটর বাইক আরোহী তাকে সাহায্য করে এবং নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পুলিশ খবর দেন ৷
এইদিকে পুলিশি তথ্যে বেরিয়ে আসে বাংলাদেশী ক্যাব চালক মোহাম্মদ খালেকের চাঞ্চল্যকর তথ্য ৷ গত বছরের জুলাই মাসে ক্যাব চালানো অবস্থায় যাত্রীকে পর্নগ্রাফি দেখান এবং সেক্স করার চেষ্টা করলে ব্যর্থ হন ৷ অতঃপর তার লাইসেন্সের সাথে ১০০০ ডলার ফাইন গুনতে হয়৷ খালেক বিভিন্ন সময়ে এসব ঘটনায় ৫ বার গ্রেফতার হন ৷
জামিনে বের হওয়ার নিপার পরিবার আরও ভয়ে উদ্বিগ্নে- উৎকণ্ঠায় বসবাস করেছেন ৷ (আওয়াজবিডি.কম)