নিউইয়র্ক ০২:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে বন্ধুর বাসা থেকে আরেক বাংলাদেশী তরুণের লাশ উদ্ধার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • / ৬৯ বার পঠিত

হককথা রিপোর্ট: নিউইয়র্কে আবারো এক বাংলাদেশী তরুণের অকাল মৃত্যু হয়েছে। বন্ধুর বাসায় বাংলাদেশী বংশোদ্ভুত জেনিথ ইসলাম উইনার (২৪)-এর শোক সইতে না সইতেই আরেক তরুণ শাহরিয়ার ইসলাম সাইদ-এর মুত্য ঘটেছে বন্ধুর বাসায়। গত ২৪ জুলাই শনিবার এস্টোরিয়ার একটি বাসায় মারা যান বাংলাদেশী বংশোদ্ভুত এই তরুণের নাম শাহরিয়ার ইসলাম সাইদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। জেনিথ মারা যান গত ১ জুলাই।
বার্তা সংস্থা ইউএনএ’র খবরে বলা হয়: শাহরিয়ার ইসলামের বাবা নিউইয়র্কের এস্টোরিয়ার বাসিন্দা এবং ইউনিক ফুডের স্বত্বাধিকারী নুরুল ইসলামের একমাত্র ছেলে। প্রাথমিকভাবে শাহরিয়ার হৃদরোগে মারা গেছেন বলে জানানো হয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশী বেশ কয়েকজন তরুণের অকাল মৃত্যুর মিছিলে সর্বশেষ যুক্ত হলেন শাহরিয়ার ইসলাম। এধরনের ঘটনার পুনরাবৃত্তি কমিউনিটিতে বিশেষ করে অভিভাবক মহলে উদ্বেগ-আতংক বাড়ছে।
এদিকে গত ২৫ জুলাই রোববার বাদ মাগরিব ওজনপার্কের আল আমান মসজিদে শাহরিয়ারের প্রথম ও এস্টোরিয়ার আল আমীন মসজিদের তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন সকালে তার মরদেহ লং আইর‌্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবর স্থানে দাফন করা হয়।
জানা গেছে, শাহরিয়ার ইসলাম গত ২৩ জুলাই শুক্রবার রাতে নিজের এক বন্ধুর বাসায় বেড়াতে যান। রাতে মাকে ফোন করে জানান, তার বন্ধুদের সাথেই তিনি রাত কাটাবেন। তাই বাসায় আসবেন না। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সেখানেই সোফার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন।
সূত্রমতে, সকালে অন্য বন্ধুরা ঘুম থেকে উঠে শাহরিয়ারকে সোফার নীচে ফ্লোরে পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে তারা পুলিশ কল করেন। পুলিশ ও অ্যাম্বুলেস তাৎক্ষনিক এলেও তাকে আর জীবিত পাওয়া যায়নি। স্থানীয় একটি হাসপাতালে শাহরিয়ারকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যু সংবাদ বাড়ীতে পৌঁছার পর পরই সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শাহরিয়ারের বাবা ও মা আকস্মিক এবং অনাকাংখিত এই ঘটনায় বার বার মুর্ছা যাচ্ছিলেন। খবর পেয়ে ছুটে আসেন অনেকেই। শাহরিয়ারের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটিতে সাম্প্রতিক সময়ে তরুণদের এই অকাল মৃত্যুকে অনেকেই স্বাভাবিক বলে মনে করছেন না। অনেকের মতে আমাদের তরুণ সমাজের গন্তব্য কোনদিকে তা খতিয়ে দেখার সময় এসেছে।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে বন্ধুর বাসা থেকে আরেক বাংলাদেশী তরুণের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১

হককথা রিপোর্ট: নিউইয়র্কে আবারো এক বাংলাদেশী তরুণের অকাল মৃত্যু হয়েছে। বন্ধুর বাসায় বাংলাদেশী বংশোদ্ভুত জেনিথ ইসলাম উইনার (২৪)-এর শোক সইতে না সইতেই আরেক তরুণ শাহরিয়ার ইসলাম সাইদ-এর মুত্য ঘটেছে বন্ধুর বাসায়। গত ২৪ জুলাই শনিবার এস্টোরিয়ার একটি বাসায় মারা যান বাংলাদেশী বংশোদ্ভুত এই তরুণের নাম শাহরিয়ার ইসলাম সাইদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। জেনিথ মারা যান গত ১ জুলাই।
বার্তা সংস্থা ইউএনএ’র খবরে বলা হয়: শাহরিয়ার ইসলামের বাবা নিউইয়র্কের এস্টোরিয়ার বাসিন্দা এবং ইউনিক ফুডের স্বত্বাধিকারী নুরুল ইসলামের একমাত্র ছেলে। প্রাথমিকভাবে শাহরিয়ার হৃদরোগে মারা গেছেন বলে জানানো হয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশী বেশ কয়েকজন তরুণের অকাল মৃত্যুর মিছিলে সর্বশেষ যুক্ত হলেন শাহরিয়ার ইসলাম। এধরনের ঘটনার পুনরাবৃত্তি কমিউনিটিতে বিশেষ করে অভিভাবক মহলে উদ্বেগ-আতংক বাড়ছে।
এদিকে গত ২৫ জুলাই রোববার বাদ মাগরিব ওজনপার্কের আল আমান মসজিদে শাহরিয়ারের প্রথম ও এস্টোরিয়ার আল আমীন মসজিদের তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন সকালে তার মরদেহ লং আইর‌্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবর স্থানে দাফন করা হয়।
জানা গেছে, শাহরিয়ার ইসলাম গত ২৩ জুলাই শুক্রবার রাতে নিজের এক বন্ধুর বাসায় বেড়াতে যান। রাতে মাকে ফোন করে জানান, তার বন্ধুদের সাথেই তিনি রাত কাটাবেন। তাই বাসায় আসবেন না। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সেখানেই সোফার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন।
সূত্রমতে, সকালে অন্য বন্ধুরা ঘুম থেকে উঠে শাহরিয়ারকে সোফার নীচে ফ্লোরে পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে তারা পুলিশ কল করেন। পুলিশ ও অ্যাম্বুলেস তাৎক্ষনিক এলেও তাকে আর জীবিত পাওয়া যায়নি। স্থানীয় একটি হাসপাতালে শাহরিয়ারকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যু সংবাদ বাড়ীতে পৌঁছার পর পরই সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শাহরিয়ারের বাবা ও মা আকস্মিক এবং অনাকাংখিত এই ঘটনায় বার বার মুর্ছা যাচ্ছিলেন। খবর পেয়ে ছুটে আসেন অনেকেই। শাহরিয়ারের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটিতে সাম্প্রতিক সময়ে তরুণদের এই অকাল মৃত্যুকে অনেকেই স্বাভাবিক বলে মনে করছেন না। অনেকের মতে আমাদের তরুণ সমাজের গন্তব্য কোনদিকে তা খতিয়ে দেখার সময় এসেছে।