নিউইয়র্কে বন্দুকধারীদের হামলায় ৪ জন নিহত
- প্রকাশের সময় : ০৫:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
- / ২১৮ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪জন নিহত এবং ৯জন আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) নিউইয়র্ক সিটির ব্রুকলীনের উটিকা এভিনিউয়ে একটি সামাজিক ক্লাবে এই গুলিবর্ষণের খবর পাওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। ঘটনার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। সিটি পুলিশের এক কর্মকর্তা ফরাসী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ব্রুকলীনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনো জানা যায়নি।
পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। সেখানে অনেকগুলো গুলিবর্ষণ হয়। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। সেখানে তাস ও ‘ডাইস’ পাওয়া গেছে, সেগুলো ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলা হত বলে পুলিশের ভাষ্য। তবে কী কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ গোলাগুলির স্থানকে অফিস শেষের পরে মানুষের আড্ডার স্থান বলে বর্ণনা করেছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরো দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি। তবে এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ব্রুকলীনের একটি স্যোসাল ক্ল্যাবে গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন।