নিউইয়র্কে পহেলা বৈশাখের প্রস্তুতি
- প্রকাশের সময় : ০৭:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ৭৬২ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলা নতুন বছর-১৪২৬ আসতে প্রায় দুই সপ্তাহ বাকী। আগামী ১৪ এপ্রিল শনিবার পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বাংলা বছর-১৪২৭’র প্রথম দিন। বাংলা বর্ষবরণ তথা পহেলা বৈশাখ পালন উপলক্ষ্যে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সহ বৈশাখী মেলা আয়োজনের নানা আয়োজন লক্ষ্য করা যাচ্ছে কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনে। বাংলা বর্ষবরণের জন্য বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে ড্রামা সার্কল, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্ট (বিপা) প্রভৃতি সংগঠন।
নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলীন, এস্টোরিয়া, ব্রঙ্কস প্রভৃতি এলাকার ব্যবসায়ীরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পহেলা বৈশাখের অনুষ্ঠানে ‘পান্তা-ইলিশ’ ভোজনের জন্য চাহিদা বাড়ছে ইলিশ মাছের। খবর ইউএনএ’র।
প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ বরণ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে ড্রামা সার্কল। সিটির জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে ১৪ এপ্রিল রোববার সন্ধ্যায় এই আয়োজন হচ্ছে বলে জানা গেছে।
বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) আয়োজিত বৈশাখী উৎসব ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেচে। ১৩ এপ্রিল শনিবার বেলা ১২-৬টায় ব্রুকলীনের এভিনিউ সি প্লাজা এবং ১৫ এপ্রিল রোববার বেলা ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই উৎসব অনুষ্ঠান হবে।
বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে আনন্দধ্বনি আয়োজিত প্রভাতী বর্ষবরণ-১৪২৬ পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল রোববার সকাল ৭টায় জ্যামাইকার সুসান বি এন্থনী স্কুল মিলনায়তনে (৮৮-৫ ১৮২ স্ট্রীট এন্ড হিলসাইড এভিনিউ)। নিউইয়র্কে তৃতীয়বারের মতো আনন্দধ্বনি ‘ঢাকায় আয়োজিত ছায়ানট’-এর অনুষ্ঠানের আদলে পহেলা বৈশাখের দিন সকালে অনুষ্ঠান আয়োজন করছে।
নিউ আমেরিকান ওমেন্স ফোরাম অব নিউইয়র্ক, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব ইনক এবং নিউ আমেরিকান ইয়্যুথ ফোরাম আয়োজিত বৈশাখী মেলা ১৪ এপ্রিল রোববার বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত জ্যামাইকার পিএস ৯৫ মিলনায়তনে (৯০ এভিনিউ, ১৭৯ ষ্ট্রীট ও ১৭৯ প্লেস-এর মাঝে)।
এছাড়াও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এন ওয়াই, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ, টাঙ্গাইল জেলা সোসাইটি ইউএসএ, কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনক, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক, যশোর সোসাইটি ইউএসএ ইনক, উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস, নিউইয়র্ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক, বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডসশীপ সোসাইটি (বাফস) সহ বিভিন্স সংগঠন বাংলা নববর্ষ বরণের কর্মসূচী গ্রহণ করছে বলে জানা গেছে।
অপরদিকে বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও ভার্জেনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সী, পেনসেলভেনিয়া, কানেকটিকাট, জর্জিয়া, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোরনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে এবং কানাডার টরেন্টো ও মন্ট্রিয়লে বাংলাদেশী বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ পালনের ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানা গেছে।