নিউইয়র্কে নিরাপদ সড়ক চাই দিবস পালিত
- প্রকাশের সময় : ১২:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
- / ৪৪৮ বার পঠিত
নিউইয়র্ক: সড়ক দুর্ঘটনা প্রতিরোধমূলক সামাজিক আন্দোলনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) যুক্তরাষ্ট্র শাখার উদ্যেগে দিবস পালন ও প্রামান্য চিত্র অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। গত ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে অনুষ্ঠিত ‘নিসচা’ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক ইসমাইল হোসেন স্বপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনী, উপদেষ্টা ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সরাফ সরকার, ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন-এর সভাপতি ডা. আবদুল লতিফ ও নিসচা উপদেষ্টা রেজাউল করিম চৌধুরী।
নিসচা’র যুক্তরাষ্ট্র শাখার যুগ্ন আহবায়ক খন্দকার রেজাউল করিমের সার্বিক তত্বাবধান ও সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জ্যামাইকা থিয়েটারের সভাপতি শেখ হায়দার আলী, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসসাইটি সদস্য আনোয়ার হোসেন, নিসচা’র নিউজার্সি শাখার আহবায়ক আবুল কালাম ও সদস্য সচিব মাসুক আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহনাফ আলম, লেখিকা কামরুন নাহার ডলি, ওমর ফারুক খসরু, আতিকুর রহমান সুজন, অধ্যাপক আবুল কালাম আজাদ, এডভোকেট কামরুজ্জামান বাবুসহ নিরাপদ সড়ক চাই ও কমিউনিটি নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে খন্ড নাটিকা ও প্রামান্য চিত্র ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ প্রদর্শিত হয়। সভায় নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখা নর্থ আমেরিকার সকল ষ্টেটে কমিটি করার উদ্যেগ নিয়েছে বলে জানিয়েছেন আহবায়ক ইসমাইল হোসেন স্বপন। -প্রেস বিজ্ঞপ্তি।