নিউইয়র্কে নবীন ডাক্তারদের নিয়ে এফিসিয়েন্ট মেডিকেলের সমাবেশ

- প্রকাশের সময় : ১০:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ৪১ বার পঠিত
শেখ সিরাজ: বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করে আসা নবীন ডাক্তারদের একত্রিত করে আমেরিকায় পড়াশোনা করে ডাক্তার হওয়ার কাজে আবারো উদ্বুদ্ধ করলেন চিকিৎসা সেবায় নিয়োজিত নিউইয়র্কেও পরিচিত মুখ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বর্ণালী হাসান এমডি। বিগত ৯/১০ বছর যাবত তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছেন ।
এই লক্ষ্যে গত ১৩ মার্চ শনিবার রাতে জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ নিজ প্রতিষ্ঠান এফিসিয়েন্ট মেডিক্যাল এন্ড ডেন্টাল কেয়ারে তরুণ ও নবীন ডাক্তারদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মরত ইন্টার্নী ডাক্তার ছাড়াও মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারীদের কয়েকজন পরিবারসহ উপস্থিত ছিলেন! স্বাস্থিবিধি মেনেই এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসান ডিডিএস। ছবি: নিহার সিদ্দিকী
অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের সকলে তাদের নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য ডাক্তার বর্ণালী হাসানের ভূমিকার প্রশংসা করেন। তারা ডাক্তার বর্ণালী হাসানকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার জন্যও আন্তরিক ধন্যবাদ জানান।
আমন্ত্রিত বক্তারা বলেন, ডাক্তার বর্ণালী হাসান নিজে একজন ডাক্তার হয়েও দেশী নবীন ও তরুণ ডাক্তারদের ইউএসএ-তে লাইসেন্সধারী ডাক্তার হওয়ার জন্য সহযোগিতা করছেন। তাদের নিয়ে আলোচনা, সভা, ওয়ার্কশপ ইত্যাদি করছেন। সর্বাপরি তিনি তরুণদের গাইড দিচ্ছেন। এধরনের ঘটনা আমাদের কমিউনিটিতে বিরল।
অনুষ্ঠানে ডাক্তার বর্ণালী হাসান নবীন ডাক্তারদের কাছে তার পূর্ব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইন্টার্নশীপে নির্বাচিত হওয়ার জন্য কঠোর প্রচেষ্টা চালাতে হবে। তবেই না সফলতা আসবেই। এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, নবীণ ডাক্তারদের জন্য তার সহযোগিতা আগের মত অবাাহত থাকবে এবং তার দরজা সব সময় উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে অন্যানের মাঝে ডাক্তার মাহফুজুল হাসান এবং বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে মহামারী করোনার সময়ে কমিউনিটির সেবায় টাইম টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)