নিউইয়র্কে গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- প্রকাশের সময় : ১২:২৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫
- / ৮১৩ বার পঠিত
নিউইয়র্ক: গভীর শ্রদ্ধায় নিউইয়র্কে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি স্মরণে ১৪ ডিসেম্বরের প্রথম প্রহরে সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকা’র উদ্যোগে জ্যাকসন হাইটসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৭১-এর ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে পাক হানাদার বাহিনী দেশের মেধাবী ও কৃতি সন্তানদের রায়ের বাজারে নির্মমভাবে হত্যা করে। তাঁদের স্মরণে প্রতিবছর শহীদ বৃদ্ধিজীবী দিবস পালন করা হয়। খবর ইউএনএ’র।
শহীদ বৃদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো ৮ ডিসেম্বর জ্যাকসন হাইটসের হাটবাজার মিলনায়তনে বাংলাদেশী-আমেরিকান শিল্পীদের ছবি আঁকা, ১৩ ডিসেম্বর চিত্র প্রদর্শনী, সেমিনার, গণসঙ্গীত, আবৃত্তি, বাংলার ইতিহাসের স্মারক পারফরমেন্স আর্ট, ‘স্মৃতি-বিস্মৃতির লড়াই’ উপস্থাপনা আর ১৪ ডিসেম্বরের প্রথম প্রহরে স্থানীয় ডাইভারসিটি প্লাজায় প্রদীপ প্রজ্জলন ও র্যালী। মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই প্রদীপ প্রজ্জলন ও র্যালীতে অংশ নেন। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, একুশে পদকপ্রাপ্ত নাট্যাভিনেতা জামাল উদ্দিন হোসেন ও জনপ্রিয় নাট্যাভিনেত্রী রওশনারা হোসেন, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নাসির আলী খান পল সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা শাহানা রহমান, হিন্দাল কাদির বাপ্পা, দরুদ মিয়া রনেল প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্যাভিনেত্রী লুৎফুন্নাহার লতা এবং প্রস্তাবনা পাঠ করেন জোটের সভাপতি মিথুন আহমেদ। দিবসটি স্মরণে আয়োজিত ‘জেগে আছ’র (ভাবনা এবং সৃজন) শিল্পকর্মে অংশ নেন স্বপ্না কাউসার, জি এইচ আরজু, জীবন বিশ্বাস, আবীর আলমগীর, সাবিনা হাই উরবী, তৈয়বুর রহমান টনি, গোপন সাহা, সেমন্তী ওয়াহেদ, মিজানুর রহমান বিপ্লব, সাদেক শিবলী ও শুক্লা চুমকি।
অনুষ্ঠানের অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে একাত্তুরের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি রাজাকারমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করার জন্য প্রবাসী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা বাজার সাথে সাথে প্রবাসীরা মোমবাতী প্রজ্জলন করেন এবং জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করেন। এসময় তাদের মুখে ছিলো দেশাত্ববোধক সঙ্গীত। তারা জয় বাংলা শ্লোগানও দেয়। বিপুল সংখ্যক প্রবাসী শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে যোগ দেন।