বিজ্ঞাপন :
নিউইয়র্কে করোনায় মারা গেলেন মৌলভীবাজারের সাবেক এমপি

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৭:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৯১ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বিশিষ্ট রাজনীতিক সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা থেকে তিনি জনসেবার জন্য রাজনীতিতে আসেন।