নিউইয়র্কে করোনায় আরো এক বাংলাদেশীর ইন্তেকাল

- প্রকাশের সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ২৫৮ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে আরো এক বাংলাদেশীর মৃত্যু হলো। তার নাম শাহানা আহমেদ তালুকদার। এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে গত ২৩ দিনে ৯৩ জন বাংলাদেশী মারা গেলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। করোনায় আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য বাংলাদেশীদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং কার্যকরী সদস্য ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি আজাদ বাকের রয়েছেন। খবর ইউএনএ’র।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশী কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নিউইয়র্ক সময় বুধবার ভোর ৩টায় তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে গত ৪/৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তাঁর দেশের বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বামীও একই বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন। বছর দুয়েক আগে পারিবারিক অভিবাসন সূত্রে স্বামীকে নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান।
ব্যক্তিগত জীবনে আখি অত্যন্ত হাসি-খুশি, সদালাপি ও বন্ধুবৎসল ছিলেন।
শোক প্রকাশ: এদিকে কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখির অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবীদ ড. সিদ্দিকুর রহমান। এক ফেসবুক বার্তায় তিনি মরহুমার বিদেহী আতœার শান্তি কানা করেন।