নিউইয়র্কে আগ্রাবাদ নাইট ৭ আগষ্ট

- প্রকাশের সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৮৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): আগামী ৭ আগষ্ট নিউইর্য়কের কুইন্সের হিলসাইড এভিনিউস্থ তাজমহল রেষ্টুরেন্ট ও পার্টি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আগ্রাবাদ নাইট’। অনুষ্ঠানটি আয়োজন করছে উত্তর আমেরিকায় বসবাসরত সকল আগ্রাবাদিয়ানদের সংগঠন ‘পরানে আগ্রাবাদ ইউএসএ’।খবর ইউএনএ’র।
অনুষ্ঠানটি আয়োজন উপলক্ষ্যে গত ১৮ জুন কুইন্সের একটি রেষ্টুরেন্টে পরানে আগ্রাবাদ ইউএসএ-এর উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নিউইর্য়ক সিটিতে আগ্রাবাদ নাইট সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
সংগঠক এম. বাদশা বলেন, কোভিডের কারণে অনেক দিন প্রিয়জনদের সাথে দেখা মিলেনি, এই আয়োজনের মাধ্যমে পুরোনো বন্ধুদের সাথে আবার দেখা হবে, দাররুন একটা সময় কাটাতে পারবে সবাই, এই আশা রাখি।
আয়োজকরা জানান, নিউইর্য়ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত, চট্টগ্রামের আগ্রাবাদের সবাইকে একত্রে করার উদ্যোগ এটি। আয়োজকদের মধ্যে ছিলেন- জুয়েল, বাবু, বাদশা, রুশো, আতিক, বকুল, ললি সহ অনেকে।
পরানে আগ্রাবাদ ইউএসএ-এর এই কার্যক্রমের সাথে চট্টগ্রামের আগ্রাবাদের কেউ যদি সংযুক্ত হতে চান তাহলে রুশো (৯১৭-৬০০-০১৮৫), লিটন (৯১৭-৭৫৩-২৪৬০) এবং আতিক (৬৪৬-২৪০-৬০৬২) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।