নিউইয়র্কে অমর একুশ পালিত : ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
- প্রকাশের সময় : ০৯:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৩৬৫ বার পঠিত
হককথা ডেস্ক: নানা আয়োজনে গত বুধবার ও বৃহস্পতিবার (২০-২১ ফেব্রুয়ারী) নিউইয়র্কে অমর একুশে তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে পালনে উপলক্ষ্যে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। একুশের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিকুল পরিবেশের মধ্যেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এসব অনুষ্ঠান যোগ দেন। একুশের আলোচনায় প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আরো বেশী করে তুলে ধরার উপর গুরুত্বরোপ করা হয়।
বাংলাদেশে একুশে পালনের প্রথম প্রহরের সঙ্গে মিলিয়ে জাতিসংঘের সামনে অমর একুশে ফেব্রুয়ারী পালিত হয়েছে। নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালী’র চেতনা মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করেন প্রবাসীরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এতে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ প্রবাসীরা অংশ নেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবসস্থিত বাংলাদেশ দূতাবাসেও যথাযাগ্য মর্যাদায় অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এছাড়াও জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে একুশের অনুষ্ঠান আয়োজন করে।
অপরদিকে বাংলাদেশ সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাফা প্রভৃতি সংগঠন পৃথক পৃথকভাবে বুধবার একুশের কর্মসূচী পালন করে। এসব অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্বব্যাপী বাংলা ভাষা-কে আরো ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
ঢাবি এলামনাই এসোসিয়েশন: মহান একুশে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ আয়োজিত মূল কর্মসূচী পালিত হয় ২০ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫টা থেকে মধ্য রাত পর্যন্ত সিটির উডসাইডের কুইন্স প্যালেসে। এছাড়াও শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৭ ফেব্রুয়ারী রোববার জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে। কুইন্স প্যালেসের অনুষ্ঠানে মেধা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা অতিথি হিসেবে যোগ দেন।
বাংলাদেশ সোসাইটি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি আয়োজিত একুশের অনুষ্ঠান হয় ২০ ফেব্রুয়ারী বুধবার সিটির উডসাইডের গুলশান ট্যারেসে। সোসাইটির সভাপতি কামাল আহমেদও সভাপতিত্বে আয়োজিত আলোচনা পর্বে নবনির্বাচিত ষ্টেট অ্যাসেম্বলীওম্যান ক্যাটারিনা ক্রজ সহ মূলধারার রাজনীতিক ছাড়াও সোসাইটি ও কমিউনিটি নেতৃবৃন্দ একুশ পালনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। টাইম টেলিভিশন সোসাইটির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি: অমর একুশে উপলক্ষে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি স্থানীয় স্টার কাবাব এন্ড রেষ্টুরেন্ট অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এতে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল সদিয়া ফয়জুননেসা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ।
ফ্রেন্ডস সোসাইটির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ, সাবেক সিটি কাউন্সিলওম্যান এলিজাবেথ ক্রাউলী, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম ও নিউ ডেমোক্র্যাটিক ওমেন্স ফোরামের সভাপতি রোকেয়া আক্তার।
ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলীর সভাপতিত্বে আলোচনা পর্বে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহ নেওয়াজ, উপদেষ্টা ছদরুন নূর, প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলম দেলোয়ার, সাবেক সভাপতি মনির হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, একুশ পালন কমিটির আহবায়ক শেখ আনসার আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইফজাল আমেদ চৌধুরী ও একুশ পালন কমিটির সদস্য সচিব আব্দুল মান্নাফ।
সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন এডভোকেট কামরুজ্জামান বাবু। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী লিমন চৌধুরী, চন্দ্রা রায় প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন গত ২০ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। এখানে অস্থায়ী শহীদ মিনার নির্মান করে ভাষা শহীদদের স্মরণে পুষ্কস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানমাল মধ্যে ছিলো আরোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাউন্ডেশনের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত সভায় আলোচনায় বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জিন্নাহ সহ কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। সাংস্কৃতিক পর্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান সহ প্রবাসের শিল্পীরা অংশ নেন। কবিতা পাঠ করেন শাহনাজ বেগম রিনা। অনুষ্ঠান উস্থাপনায় ছিলেন টাইম টেলিভিশন-এর নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার। অনুষ্ঠানের মিূল পর্ব টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
অনুষ্ঠানটি সফল করতে মোজাফফর হোসেনকে আহ্বায়ক, মো: আব্দুস সালামকে প্রধান সমন্বয়কারী, জাহিদুল ইসলাম জেমসকে সদস্য সচিব, ডা. নার্গিস রহমান ও শাহ এম নওরোজকে যুগ্ম আহ্বায়ক, মোস্তফা কামাল মিল্টন ও তাজুল ইসলামকে সমন্বয়কারী এবং শফিউল ইসলাম ও ইসমাইল হোসেন স্বপনকে যুগ্ম সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।
বাফা: বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) আয়োজিত একুশের কর্মসূচীর মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় প্রভাত ফেরী ও ভাষা শহীদদেও প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সকাল সাড়ে ১০টায় স্থানীয় আল আকসা পার্টি হলে একুশের বিশেষ অনুষ্ঠান ‘ফাগুনে বনে আগুণ মাখা একুশ’। এতে থাকবে কথা, কবিতা, গান আর শিশু-কিশোরদের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী।
ডিসি একুশে এলায়েন্স: এদিকে ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ডিসি একুশে এলায়েন্স প্রতিবারের মত এবারও আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ডিএমভি এলাকার সংগঠনগুলোর সম্মিলিত আয়োজনে ২৩ ফেব্রুয়ারী একুশ পালনের কর্মসূচী গ্রহণ করেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অনুষ্ঠাস সফল করতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিউজার্সীর পেটারসনে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় সিটি প্রশাসন কর্তৃক নির্মিত স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে নিউজার্সী অঙ্গরাজ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত পেনসেলভেনিয়া, কানেকটিকাট, মেরিল্যান্ড, ভার্জেনিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, মিশিগান, টেক্সাস সহ কানাডার টরন্টো ও মন্ট্রিয়েল-এ পৃথক পৃথকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচী নেয়া হয়েছে।