নিউইয়র্কের পরিচিত মুখ মিনহজি উদ্দিন বাবরের ইন্তেকাল
- প্রকাশের সময় : ০৯:২২:২১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
- / ৩৫৭ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রিয় মুখ, বিশিষ্ট সংগঠক মিনহাজ উদ্দিন বাবর আর নেই। দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। জানা গেছে, রোববার (১৯ মে) মধ্যরাতের পর সোমবার ভোর ২ টা ৩০ মিনিটে ব্রুকলীনের মাইমোনিডেস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস: ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ বহু আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। মিনহাজ উদ্দিন বাবর বাংলাদেশ সোসাইটি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। খবর ইউএনএ’র।
নিউইয়র্কে ব্রুকলীনে বসবাসকারী সদা হাসোজ্জল ও কমিউনিটির প্রিয় মুখ মিনহাজ উদ্দিন বাবরের মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশী সোসাইটি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ও কোম্পানীগঞ্জ সোসাইটি সহ প্রবাসের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে মরহুম মিনহাজ উদ্দিন বাবরের নামাজে জানাজা গত সোমবার (২০ মে) বাদ আসর ব্রুকলীনের দারুল জান্নাহ মসজিদের পাশবর্তী এভিনিউ সি’র উন্মুক্ত রাস্তায় অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি নেতা’সহ প্রবাসের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে তার মরদেহ সমাহিত করার কথা বলে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু মিডিয়াকে জানিয়েছেন।