নিউইয়র্কের পরিচিত মুখ আবুল হোসেন হাওলাদারের ইন্তেকাল
- প্রকাশের সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০১৬
- / ১২৪১ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড-এর সাবেক সদস্য, ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ’র সাবেক উপদেষ্টা, কমিউনিটির পরিচিত মুখ আবুল হোসেন হাওলাদার (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। গত ১২ জুলাই মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি নিউইয়র্কে বসবাসকারী মা, স্ত্রী, এক ভাই, এক বোন, দুই পুত্র ও দুই কণ্যাসহ বাংলাদেশে বহু আতœীয়-স্বজন রেখে যান। তার অকাল মৃত্যুতে কমিউনিতে শোকের ছায়া নেমে আছে। খবর ইউএনএ’র।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে কিডনী সমস্যায় ভুগছিলেন। ঘটনাটির দিন অর্থাৎ মঙ্গলবার রাতে বাসায় অসুস্থ্যবোধ করলে তাকে দ্রুত সিটির ম্যানহাটানস্থ মাউন্ট সিনাই হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে জ্যামাইকার হিলসাইড এভিনিউ এলাকায় সপরিবারে বসবাস করছিলেন।
এদিকে ১৩ জুলাই বুধবার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুম আবুল হোসেন হাওলাদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরাস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ-বিক্রমপুরের সিরাজদী থানার সন্তান আবুল হোসেনের জন্ম ১৯৫৮ সালে। বিক্রমপুর কেবী মহাবিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন তিনি। ১৯৮৮ সালে তিনি স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র আসেন এবং পরবর্তীতে নিউইয়র্কে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেন। তিনি নিউইয়র্কে ব্যবসা ছাড়াও সামাজিক কর্মকান্ড, কমিউনিটি আর মূলধারার কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।