নিউইয়র্ক ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের নিরাপত্তায় কোন ছাড় নয়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / ৭৪ বার পঠিত

অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসালের ১৫তম বার্ষিক কনভেনশনে বক্তারা বলেছেন, সাউথ এশিয়ান কমিউনিটি ঐক্যবদ্ধ হলে যুক্তরাষ্ট্রের রাজনীতি সমৃদ্ধ হবে। তাই মূলধারার রাজনীতি যারা যতবেশী সম্পৃক্ত হবেন, তা ততই অগ্রগামী থাকবেন। কনভেনশনে সাউথ এশিয়ান অগ্রসরমান কমউিনিটিকে মূল ধারায় আরো বেশী সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের শেরাটন লাগোরডিয়া ইষ্ট হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসালের ১৫ কনভেনশন উপলক্ষ্যে অয়োজিত এই কনভেনশনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মিলন মেলায় পরিনত হয়।

কনভেনগনে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ও ইউএস কংগ্রেসে মাইনরোটি লীডার কংগ্রেসম্যান হেকিম জাফরিস। ভিডিও বার্তায় বক্তব্য রাখেন ইউএস সিনেটের লীডার সিনেটর চাক শুমার।কনভেনশনে মেয়র এডামস তাঁর বক্তৃতায় সিটির নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন এজন্য কোন ছাড় নয়।কংগ্রেসম্যান হেকিম জেফিরিস বলেন, আমি ইমিগ্রান্ট। আমার জীবনের পথচলার সাথে অভিবাসীদের সাথে দারুন মিল রয়েছে।

কনভেনশনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউএস কংগ্রেস ওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট কম্পোট্রোলার দিনাপোলি, নিউইয়র্ক সিটি কম্পোট্রোলার ব্রাড ল্যান্ডার, কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভ্যান রিচার্ডস সস মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

কনভেনশনে উদ্বোধনী বক্তব্য রাখেন কনভেনশন কমিটির চেয়ারম্যান মূলধারার রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী ও অ্যাসাল এর ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন। কনভেশনে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন ও জেনিফার রাজকুমার, নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট ডনবান, বাংলাদেশী কমিউনিটির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জর্জিয়া ষ্টেট সিনেটর শেখ রহমান, ড. জয়নাল আবেদীন, এটর্নী মঈন চৌধুরী, লিয়াকত হুসেন আবু, শরাফত হোসেন বাবু, গোলাম ফারুক শাহীন প্রমুখ।

কনভেনশনে ‘লেজিলেটর অব দ্যা ইয়্যার’ হিসেবে নিউইয়র্ক সিনেটর দিয়ানে স্যাভিনোকে সম্মাননা তুলে দেয়া হয়। এছাড়া অ্যাসেম্বলিম্যান মাইকেল জে কুসিককে সম্মাননা দেয়া হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কের নিরাপত্তায় কোন ছাড় নয়

প্রকাশের সময় : ১১:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসালের ১৫তম বার্ষিক কনভেনশনে বক্তারা বলেছেন, সাউথ এশিয়ান কমিউনিটি ঐক্যবদ্ধ হলে যুক্তরাষ্ট্রের রাজনীতি সমৃদ্ধ হবে। তাই মূলধারার রাজনীতি যারা যতবেশী সম্পৃক্ত হবেন, তা ততই অগ্রগামী থাকবেন। কনভেনশনে সাউথ এশিয়ান অগ্রসরমান কমউিনিটিকে মূল ধারায় আরো বেশী সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের শেরাটন লাগোরডিয়া ইষ্ট হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসালের ১৫ কনভেনশন উপলক্ষ্যে অয়োজিত এই কনভেনশনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মিলন মেলায় পরিনত হয়।

কনভেনগনে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ও ইউএস কংগ্রেসে মাইনরোটি লীডার কংগ্রেসম্যান হেকিম জাফরিস। ভিডিও বার্তায় বক্তব্য রাখেন ইউএস সিনেটের লীডার সিনেটর চাক শুমার।কনভেনশনে মেয়র এডামস তাঁর বক্তৃতায় সিটির নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন এজন্য কোন ছাড় নয়।কংগ্রেসম্যান হেকিম জেফিরিস বলেন, আমি ইমিগ্রান্ট। আমার জীবনের পথচলার সাথে অভিবাসীদের সাথে দারুন মিল রয়েছে।

কনভেনশনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউএস কংগ্রেস ওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট কম্পোট্রোলার দিনাপোলি, নিউইয়র্ক সিটি কম্পোট্রোলার ব্রাড ল্যান্ডার, কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভ্যান রিচার্ডস সস মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

কনভেনশনে উদ্বোধনী বক্তব্য রাখেন কনভেনশন কমিটির চেয়ারম্যান মূলধারার রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী ও অ্যাসাল এর ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন। কনভেশনে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন ও জেনিফার রাজকুমার, নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট ডনবান, বাংলাদেশী কমিউনিটির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জর্জিয়া ষ্টেট সিনেটর শেখ রহমান, ড. জয়নাল আবেদীন, এটর্নী মঈন চৌধুরী, লিয়াকত হুসেন আবু, শরাফত হোসেন বাবু, গোলাম ফারুক শাহীন প্রমুখ।

কনভেনশনে ‘লেজিলেটর অব দ্যা ইয়্যার’ হিসেবে নিউইয়র্ক সিনেটর দিয়ানে স্যাভিনোকে সম্মাননা তুলে দেয়া হয়। এছাড়া অ্যাসেম্বলিম্যান মাইকেল জে কুসিককে সম্মাননা দেয়া হয়।