নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় পাল্টা-পাল্টি শ্লোগান
- প্রকাশের সময় : ১০:০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
- / ৬০৬ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের ইতিহাসে ১৫ আগষ্ট একটি বেধনাবিধুর ঐতিহাসিক ও ঘটনাহুল দিন। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সেনাবাহিনীর কতিপয় বিপথগামী অফিসারদের হাতে স্বপরিবারে নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো অনেকে। আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীরা দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে। অপরদিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর দলীয় নেতা-কর্মীরা ১৫ আগষ্ট তার জন্মদিন হিসেবে পালন শুরু করে।
সেই ধারাবাহিকতায় এবারের ১৫ আগষ্ট নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় এদিন সন্ধ্যায় সম্মিলিত জোট ‘জাতীয় শোক দিবস’ পালনের কর্মসসূচী গ্রহণ করে। অপরদিকে দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ, ইউএসএ ডাইভারসিটি প্লাজা সংলগ্ন ইত্যাদি রেষ্টুরেন্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং তাদের ভাষায় আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে তারা জন্মদিনের কেক না কেটে বিক্ষোভ সমাবেশ পালন করার কর্মসূচী নেয়। খবর ইউএনএ’র।
ঐদিন সন্ধ্যায় ডাইভাসিটি প্লাজায় এদিকে সম্মিলিত জোটের নেতা-কর্মী এবং অপরদিকে ইত্যাদি রেষ্টুরেন্টে দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ, ইউএসএ-এর নেতাকর্মীরা সমবেত হতে থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে ইত্যাদি রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ-এর নেতা-কর্মীদের রেষ্টেরেন্টে সভা না করার অনুরোধ জানালে তারা বিক্ষুবদ্ধ হয়ে উঠে এবং এক পর্যায়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ সহ আওয়ামী সরকার বিরোধী নানা শ্লোগান দেয়। সাথে সাথে সম্মিলিত জোনের নেতা-কর্মীরাও ‘জয় বাংলা’ বলে পাল্টা শ্লোগান দেয়।
ডাইভারসিটি প্লাজার এপার-অপার কয়েক ফুট দূরে পাল্টাপাল্টি শ্লোগানে এলকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও কোন অঘটন ঘটেনি। ঘটনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতৃবৃন্দের পরামর্শে দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ, ইউএসএ-এর নেতা-কর্মীরা সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়ার নেতৃত্বে পরবর্তীতে মেজবান রেষ্টুরেন্টে গিয়ে সমাবেশ করে। এর আগে ডাইভারসিটি প্লাজায় তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনা করে তারা বিশেষ দোয়া করেন। পরবর্তীতে সম্মিলিত জোটের কর্মসূচী সফলভাবে সমাপ্ত হয়।