নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেট অফিস ভবনে ডিজাইন স্টুডিও’র নতুন শাখা
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪
- / ১২৯২ বার পঠিত
নিউইয়র্ক: ডিজাইন স্টুডিও নিউইয়র্কে তাদের দ্বিতীয় শাখা খুলতে যাচ্ছে। নতুন এই শাখার মাধ্যমে তারা প্রবাসীদের আরও বেশী করে সেবা দেয়ার জন্য সব ধরনের প্রস্ততি নিয়েছে। নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেট অফিস ভবনে এই শাখা চলতি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করা হবে।
নিউইয়র্কের বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের অফিস ম্যানহাটনের আগের অফিসে এই ধরনের কোনো সুবিধা না থাকায় অনেক সমস্যায় পড়তে হতো অনকেই। সেই সমস্যার কথা মাথায় রেখেই ডিজাইন স্টুডিও নতুন কন্স্যুলেট অফিসের সাথে নতুন শাখা খুলতে যাচ্ছে।
পাসপোর্ট ফটো, মানি অর্ডার, পাসপোর্ট ডেলিভারী, পাওয়ার অব এ্যাটর্নীসহ কন্স্যুলেট সংক্রান্ত যে কোনো সেবা এবং সব ধরণের প্রিন্টিং, ব্যানার, ফটো আইডি, , বিজনেস কার্ড, ফটোকপিসহ প্রয়োজনীয় সব সহযোগিতাই দেয়া হবে ডিজাইন স্টুডিওর নতুন শাখা থেকে। কন্স্যুলেট অফিসের নতুন ঠিকানা ৩৪-১৮ নর্দার্ন বুলেভার্ট (গ্রাউন্ড ফ্লোর), লং আইল্যান্ড সিটি, কুইন্স, নিউইয়র্ক ১১১০১।
ডিজাইন স্টুডিও তাদের নতুন শাখা নিয়েছে কন্স্যুলেট অফিসের দ্বিতীয় তলায় ২/২৭ নম্বর স্যুইটে। বাংলাদেশীদের যে কোনো সহযোগিতার জন্য ৭১৮-৫৮১-৬৬৩৭ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে ডিজাইন স্টুডিওর পক্ষ থেকে ।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ডিজাইন স্টুডিও নিউইয়র্কে অত্যাধুনিক ম্যাশিনে এবং কম্পিটারাইজড পদ্ধত্বিতে ডিজাইন এবং প্রিন্টিং এর কাজ করে সুনাম কুড়িয়েছে।