নতুন আঙ্গীকে টাইম টিভি’র ওয়েব সাইট উদ্বোধন
- প্রকাশের সময় : ০৫:৩৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ৫৪ বার পঠিত
যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির মুখপত্র হিসেবে দেশ ও প্রবাসের জনপ্রিয় টেলিভিশন টাইম টিভি প্রতিষ্ঠার অষ্টম বর্ষে কর্তৃপক্ষ কমিউনিটি সেবায় আরো সম্পৃক্ততার প্রতিশ্রুতি পূর্নব্যক্ত করেছে। দর্শক-শ্রোতাদের দাবীর প্রেক্ষিতে টাইম টিভির ওয়েব সাইট নতুন আঙ্গীকে সাজানো হয়েছে। সংযুক্ত করা হয়েছে নতুন নতুন অনুষ্ঠান। পাশাপাশি কমিউনিটির পক্ষ থেকেও টাইম টিভিকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ শুভান্যুধায়ীগণ।
টাইম টিভির অষ্টম বর্ষপূর্তী আর ইংরেজী নতুন বছর ঘিরে নতুন আঙ্গীকে চালু করা হলো চ্যানেলটির ওয়েব সাইট। এ উপলক্ষ্যে গত ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সিটির এস্টেরিয়াস্থ চ্যানেলটির নিজস্থ স্টুডিওতে দর্শকদের উপস্থিতিতে লাইভ অনুষ্ঠানে এর ঘোষণা দেন টাইম টিভির সিইও আবু তাহের।
টাইম টিভির নিউজ প্রেজেন্টার দিমা নেফার তিতির উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটি সেবায় চ্যানেলটির ভূমিকার কথা তুলে ধরে এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু ও রবার্ট জ্যাকসন ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন সিটির টওয়ার হ্যামলেটস-এর কাউন্সিলর এবং সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, বিশিষ্ট মর্টগেজ লোন স্পেশালিষ্ট জান ফাহিম, প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ বদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ সোলায়মান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, এটর্নী নাজমুল আলম, মূলধারার রাজনীতিক এটনী মঈন চৌধুরী, প্রফেসর এহতেশামুল হক, ডা. মনজুর মোর্শেদ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বিশিষ্ট ব্যবসায়ী কাজী হেলাল আহমেদ, ইশতিয়াক আলম, কমিউনিটি লীডার আব্দুস শহীদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ফেরদৌস খান ও মোহাম্মদ সাইফুল ইসলাম, ট্যাক্স ইনরোলমেন্ট এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এ কাশেম, মামুন টিউটোরিয়াল-এর প্রিন্সপ্যাল শেখ আল মামুন, মোহাম্মদ চিশতি সিপিএ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাজেদা উদ্দিন, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সর মোহাম্মদ টিপু সুলতান, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও সেলিম ইব্রাহীম, টাইম টিভির নিউজ প্রেজেন্টার ফারহানা সালাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক মিনিস্টার (প্রেস) এম মুহাদ্দেস, বিশিষ্ট সাংবাদিক মাঈনুদ্দীন নাসের, নিউইয়র্ক কাগজ.কম সম্পাদক আফরোজা ইসলাম, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা, সঙ্গীত শিল্পী ত্রিনিয়া হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে আনুষ্ঠানে টাইম টিভির আগামী কর্মসূচী তুলে ধরেন বিজনেস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হাসিফ রাশিদ। এছাড়াও অনুষ্ঠানে টাইম টিভি’র ওয়েব সাইট নিয়ে বিস্তারিত তুলে ধরেন ‘আইটি এন্ড ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের এক্সকিউটিভ মোহাম্মদ ফারুক হোসেন।
সবশেষে নতুন বছর উপলক্ষ্যে অতিথিদের নিয়ে টাইম টিভির কেক কাটেন সিইও আবু তাহের এবং বাংলা পত্রিকা’র কেক কাটেন বার্তা সম্পাদক হাবিব রহমান। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্টজনদেও পক্ষ থেকে আবু তাহেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


















