দেলোয়ার সভাপতি ইয়াকুব সম্পাদক
- প্রকাশের সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
- / ৫০৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন ‘আমেরিকান-বাংলাদেশী বিজনেস অ্যালায়েন্স-এবিবিএ’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মূলধারার রাজনীতিক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন কমিউনিটির পরিচিত মুখ ইয়াকুব এ খান, সিপিএ। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের চাহিদা ও দাবী এবং এবিবিএ-কে আরো শক্তিশালী করার প্রত্যয়ে এই সিদান্ত নেয়া হয়েছে। খবর ইউএনএ’র।
অতি সম্প্রতি জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন সাংগঠনি কমিটি গঠন করা হয়। সভায় বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, এবিবিএ’র প্রতিষ্ঠাতা কনভেনর বিলাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, ইয়াকুব এ খান, সিপিএ ছাড়াও জে মোল্লা সানি, এএফএম মিসবাহ উজজামান, কামরুল হাসান, জাকির হোসেন, রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সবার সম্মতিক্রমে আগামী দু’বছরের (২০২০-২০২১) জন্য এবিবিএ’র নতুন কমিটি গঠন করা হয়।
এবিবিএ’র কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি- মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ- জাকির হোসেন, কার্যকরী সদস্য- বিলাল চৌধুরী, জে মোল্লা সানি, কামরুল হাসান, লিটন আহমেদ এবং এএফএম মিসবাহ উজ জামান। এছাড়া সভায় একটি পরিচালক পর্ষদও গঠন করা হয়।
উল্লেখ্য, বিগত ১০ বছর ধরে এবিবিএ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন রচনায় ছাড়াও বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি বিগত বছরগুলোতে সময় ব্যবসায়িক সেমিনার, ট্রেড শো আয়োজন সহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতা ছাড়াও ব্যবসায়িক উন্নয়নে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এফবিসিসিআই সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে নানামুখি উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যেই প্রশংসা অর্জন করেছে। এছাড়াও বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ২০১৭ সালে অনুষ্ঠিত এবিবিএ’র নবম বার্ষিক বিজনেস সামিটে ‘এবিবিএ ও এফবিসিসিআই’ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।