নিউইয়র্ক: ‘ফাইট ফর ইউর রাইটস’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত দি রাইজ আপ নিউইয়র্ক’র ‘মিট গ্রীট এন্ড সেলিব্রেট ইভেন্ট’ ২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয়েছে। ফ্রেস মেডোর সিরাজী ক্যাফেতে (১৮৩-১০ হরেস হার্ডিংটন এক্সপ্রেসওয়ে, নিউইয়র্ক ১১৩৬৫) অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এর সিনিয়র এডভাইজর আহসান কুঠাই এবং ডেপুটি কমিশনার অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিলিপ চৌহান। -প্রেস বিজ্ঞপ্তি।