নিউইয়র্ক ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

তাহেরা আল কুরআন একাডেমির গ্র্যাজুয়েশন ও ফান্ড রাইজিং রোববার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / ৩৩ বার পঠিত

নিউইয়র্ক: নিউইর্য়কের কুইন্সে অবস্থিত তাহেরা আল কুরআন একাডেমির উদ্দ্যোগে (৮৯-১৪ ১৫০ স্ট্রীট জ্যামাইকা, এন.ওয়াই ১১৪৩৫) শিক্ষার্থীদের গ্রাজুয়েশন ও ফান্ড রাইজিং অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭টায়। এবারের আয়োজন সহ এটি ৩য় আয়োজন, এতে অর্ধ শতাধিক শিক্ষার্থীর গ্রাজুয়েশন করতে যাচ্ছে।
এই মহতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ থেকে আগত স্বনামধন্য বক্তা, মুবাল্লিগে দ্বীন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী। এতে আরো উপস্থিত থাকবেন জেএমসি’র ইমাম আবু জাফর বেগ, মুফতি আব্দুল মালেক, হাজি ক্যাম্প মসজিদের ইমাম হাফেজ রফিক, মুফতি উবাইদুল্লাহ সহ বিশিষ্ট উলামায়ে কেরাম।
“আল কুরআনের শিক্ষা বিস্তার, এটাই একমাত্র পথ প্রজন্মকে রক্ষার” এই অঙ্গীকারকে সামনে রেখে পথ চলা শুরু করে তাহেরা আল কুরআন একাডেমি। করোনা মহামারিতে অনলাইনে সফল ভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল। বর্তমানে ইন-পারসন ও অনলাইন দুইভাবেই ক্লাস চলছে। উন্নত সিলেবাস ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে এই কোরআন ক্লাস পরিচালিত হচ্ছে। শিক্ষা খরচ ব্যায় করতে অক্ষম শিশুরাও সমান ভাবে ইসলামি শিক্ষা লাভ করছে। উল্লেখ্য ২০১৯ সালে শুরু হয় তাহেরা আল কুরআন একাডেমির কার্যক্রম।
এই উপলক্ষ্যে তাহেরা আল কুরআন একাডেমির প্রিন্সিপাল ইমাম আতাউর রহমান, পরিচালক ফয়সাল নেওয়াজ এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা- কুরআন প্রেমিকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি আমেরিকান মুসলিম সেন্টারের ফেসবুক পেজে লাইভ দেখানো হবে।
কোন সহৃদয় ব্যক্তি যদি অসহায় এ দদ্র্রি শিশুদের, শিক্ষা খরচের ব্যয়ভার বহন করতে চান, তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে নেকি হাসিল করতে পারেন। জ্যালে’র মাধ্যমে এএএমসি’র ইমেইল অ্যাড্রেসে সরাসরি অথবা পে-পাল এর মাধ্যমেও ডোনেশন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ফয়সাল নেওয়াজ (৭১৮-৮৬৪-৭৭২৯) এবং এইচ. ইসলাম (৩৪৭-৫৭৫-১১১০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
তাহেরা আল কুরআন একাডেমির এই কার্যক্রমকে আরও গতিশীল করতে কমিউনিটির সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তাহেরা আল কুরআন একাডেমির গ্র্যাজুয়েশন ও ফান্ড রাইজিং রোববার

প্রকাশের সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

নিউইয়র্ক: নিউইর্য়কের কুইন্সে অবস্থিত তাহেরা আল কুরআন একাডেমির উদ্দ্যোগে (৮৯-১৪ ১৫০ স্ট্রীট জ্যামাইকা, এন.ওয়াই ১১৪৩৫) শিক্ষার্থীদের গ্রাজুয়েশন ও ফান্ড রাইজিং অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭টায়। এবারের আয়োজন সহ এটি ৩য় আয়োজন, এতে অর্ধ শতাধিক শিক্ষার্থীর গ্রাজুয়েশন করতে যাচ্ছে।
এই মহতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ থেকে আগত স্বনামধন্য বক্তা, মুবাল্লিগে দ্বীন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী। এতে আরো উপস্থিত থাকবেন জেএমসি’র ইমাম আবু জাফর বেগ, মুফতি আব্দুল মালেক, হাজি ক্যাম্প মসজিদের ইমাম হাফেজ রফিক, মুফতি উবাইদুল্লাহ সহ বিশিষ্ট উলামায়ে কেরাম।
“আল কুরআনের শিক্ষা বিস্তার, এটাই একমাত্র পথ প্রজন্মকে রক্ষার” এই অঙ্গীকারকে সামনে রেখে পথ চলা শুরু করে তাহেরা আল কুরআন একাডেমি। করোনা মহামারিতে অনলাইনে সফল ভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল। বর্তমানে ইন-পারসন ও অনলাইন দুইভাবেই ক্লাস চলছে। উন্নত সিলেবাস ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে এই কোরআন ক্লাস পরিচালিত হচ্ছে। শিক্ষা খরচ ব্যায় করতে অক্ষম শিশুরাও সমান ভাবে ইসলামি শিক্ষা লাভ করছে। উল্লেখ্য ২০১৯ সালে শুরু হয় তাহেরা আল কুরআন একাডেমির কার্যক্রম।
এই উপলক্ষ্যে তাহেরা আল কুরআন একাডেমির প্রিন্সিপাল ইমাম আতাউর রহমান, পরিচালক ফয়সাল নেওয়াজ এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা- কুরআন প্রেমিকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি আমেরিকান মুসলিম সেন্টারের ফেসবুক পেজে লাইভ দেখানো হবে।
কোন সহৃদয় ব্যক্তি যদি অসহায় এ দদ্র্রি শিশুদের, শিক্ষা খরচের ব্যয়ভার বহন করতে চান, তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে নেকি হাসিল করতে পারেন। জ্যালে’র মাধ্যমে এএএমসি’র ইমেইল অ্যাড্রেসে সরাসরি অথবা পে-পাল এর মাধ্যমেও ডোনেশন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ফয়সাল নেওয়াজ (৭১৮-৮৬৪-৭৭২৯) এবং এইচ. ইসলাম (৩৪৭-৫৭৫-১১১০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
তাহেরা আল কুরআন একাডেমির এই কার্যক্রমকে আরও গতিশীল করতে কমিউনিটির সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি।