ড. জাফর ইকবালের উপর হামলার নিন্দা
- প্রকাশের সময় : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
- / ১১৪৪ বার পঠিত
হককথা ডেস্ক: বিশিষ্ট লেখক ও শিক্ষাবীদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার ও বাঙালী ফাউন্ডেশন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত ৩ মার্চ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি বড়ুয়া প্রেরীত এক বিবৃতিতে বলা হয়েছে: ড. জাফর ইকবালের উপর হামলার উদ্দেশ্যই হলো মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা। জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ড. জাফর ইকবাল মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার জন্যে যে ভূমিকা পালন করে যাচ্ছেন তা স্বাধীনতা বিরোধী, মৌলবাদী ও ধর্ম ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বলেই এহেন পরিকল্পিত ঘৃণ্য হামলা।
বিবৃতিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার-এর পক্ষে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী, তাদের সহযোগী ও এই হামলা পরিকল্পনাকারীদের দ্রæত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবী করা হয়। এছাড়াও অধ্যাপক ড. জাফর ইকবালের দ্রæত সুস্থতা কামনার সাথে সাথে দেশে ও প্রবাসে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের বিরুদ্ধে সক্রিয় ও সোচ্চার হবার জন্য সবাইকে আহবান জানিয়ে বলা হয় সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সদা জগ্রত রাখতেই হবে।
অপরদিকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে বাঙালী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি জীবক কুমার বড়ুয়া এক বিবৃতিতে মুক্ত চিন্তার মানুষ ড. জাফর ইকবালের উপর পৈশাচিক আক্রমণের নিন্দা জানিয়ে তাঁর আশু সুস্থতা কামনা করেন।
এদিকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত-এর প্রতিবাদে এবং তার আশু সুস্থতা কামনায় ৪ মার্চ রোববার ভার্জেিিনয়া অঙ্গরাজ্যের আরলিংটন সেন্ট্রাল লাইব্রেরীতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ৩০ মিনিটের একটি প্রতীকী প্রতিবাদ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।