যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ
ড. ইউনূস জাতিসংঘে ভাষণদানের সময় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি সমাবেশ
- প্রকাশের সময় : ১২:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৮ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণদানের সময় যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে বিএনপি বিশাল শান্তি সমাবেশ করে। অপরদিকে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্ত¡াধীন সরকারকে ‘অনির্বাচিত ও অবৈধ’ সরকার অ্যাখ্যায়িত করে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করে। সকাল ১০টা থেকে অপরাহ্ন পর্যন্ত এই সমাবেশ চলে। এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে এবং ক্ষমতাসীন অন্তর্র্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জাতিসংঘ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে করেছে।
যুক্তরাষ্ট্র বিএনপি: ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র শান্তি সমাবেশে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি’র উত্তর আমেরিকার সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। সমাবেশে অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভূইয়া মিল্টন। সমাবেশে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, কানাডা বিএনপি (পশ্চিম)-এর সভাপতি আহাদ খন্দোকার, বিএনপি’র ফরেন এফেয়ার্স কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, ভার্জিনিয়া বিএনপি’র সভাপতি জহির খান, ফ্লোরিডা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক চাকলাদার, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসীম উদ্দিন ভূইয়া, কাজী সাখওয়াত হোসেন আজম, ফিরোজ আহমদ, আব্দুল বাতেন প্রমুখ।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান।
সমাবেশে উল্লেখযোগ্য অন্যান্য নেতা-কর্মীর মধ্যে কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান, ক্যালিফোর্নিয়া ষ্টেট বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, কানেকটিকাট ষ্টেট বিএনপি’র সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু, শিকাগো ষ্টেট বিএনপি’র সভাপতি মোহাম্মদ নান্টু, নিউ ইংল্যান্ড ষ্টেট বিএনপি’র সভাপতি বাদরে আলম সাইফুর, ম্যারিল্যান্ড ষ্টেট বিএনপি’র সভাপতি সাইদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল, নিউজার্সী ষ্টেট বিএনপির (উত্তর) সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন পাঠান বাচ্চু, নিউজার্সী ষ্টেট (দক্ষিণ) বিএনপি’র সভাপতি সৈয়দ মোহাম্মদ কাওসার ও সাধারণ সম্পাদক রহমান বাবুল, ওয়াহিও ষ্টেট বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাবিব, পেলসিনভেনিয়া ষ্টেট বিএনপি’র সভাপতি শাহ ফরিদ, টেক্সাস ষ্টেট বিএনপি’র সভাপতি সৈয়দ সাহিদুল হক সাইদ, ওয়াশিংটন ষ্টেট বিএনপি’র সভাপতি হাফিজ খান সুহেল, ভার্জিনিয়া ষ্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ: অপরদিকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ’ করেন। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও নিউইয়র্ক ষ্টেট ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্ত¡াধীন সরকারকে ‘অনির্বাচিত, অবৈধ ও অসাংবিধানিক’ সরকার হিসেবে অ্যাখ্যায়িত এবং ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেন।
সমাবেশে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ড. নূরুন্ননবী, ড. প্রদীপ কর, এম ফজলুর রহমান, ডা. মাসুদুল হাসান, এম এ সালাম, আব্দুর রহীম বাদশা, চন্দন দত্ত, মোহাম্মদ আলী, আব্দুল হাসিব মামুন, শাহ বখতিয়ার, জাহাঙ্গীর হোসেন, সোলেমান আলী, শেখ আতিকুল ইসলাম, তারিকুল হায়দার চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা এম জহির, জুয়েল আহমেদ, জর্জিয়া আওয়ামী লীগ নেতা ডা. মানিক, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুবলীগ নেতা খন্দকার সবুজ, সেবুল মিয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকন ও জুয়েল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, নূরুজ্জামান সরদার, আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন, খান শওকত, হাকিকুল ইসলাম খোকন, বুরহান উদ্দিন কফিল, আমিনুল ইসলাম চুন্নু, ব্রæকলীন আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম নজরুল সহ অর্ধ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ: অপরদিকে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ-এর সমাবেশে সংগঠনের সভাপতি নবেন্দু দত্ত, ডা. টমাস দুলু রায় ও রণবীর বড়–য়া, সাধারণ সম্পাদক ড. দ্বিজেন ভট্টাচার্য ছাড়াও শিতাংশু গুহ, দীলিপ নাথ, বিষ্ণু গোপ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।