ডা. সিদ্দিক সভাপতি ডা. ওসমানী সেক্রেটারী
- প্রকাশের সময় : ০৬:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৫৫৮ বার পঠিত
হককথা ডেস্ক: বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র (বিএমএএনএ-বামনা) নিউইয়র্ক চ্যাপ্টারের নির্বাচনে ‘ডা. সিদ্দিক-ডা. ওসমানী’ প্যানেল জয়ী হয়েছে। গত ১৮ আগষ্ট সংগঠনের কনভেনশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। অপর প্যানেল ছিলো ‘ডা. সিনহা-ডা. লিপা’ প্যানেল। উল্লেখ্য, বিএমএএনএ’র ইতিহাসে এই প্রথম গোপন ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘ডা. সিদ্দিক-ডা. ওসমানী’ প্যানেণের সকল প্রার্থীই জয়লাভ করে।
নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত এই কনভেনশন ও নির্বাচনে সংগঠনের সদস্যরা অংশ নেন। বিজয়ী ‘ডা. সিদ্দিক-ডা. ওসমানী’ প্যানেলের নির্বাচতরা কর্মকর্তারা হলেন: সভাপতি- ডা. মোহাম্মদ সিদ্দিক, সেক্রেটারী- ডা. আতাউল ওসমানী, ট্রেজারার- ডা. কামরুন আবেদীন, সায়েন্টিফিক ও কালচালার সেক্রেটারী- ডা. কাইয়ুম রহমান, ইয়ং ফিজিসিয়ান সেক্রেটারী- ডা. বর্ণালী হাসান, সদস্য- ডা. আতাউল এইচ চৌধুরী, ডা. মুস্তাফিজুর রহমান ও ডা. মোহাম্মদ এ হাসান।