ডা. ফেরদৌস খন্দকারের পিতা সহ জেএমসি-তে তিন জনের জানাজা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০১:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ৪১ বার পঠিত
নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের পিতা মরহুম আবুল কাশেম ফয়েজ খন্দকারের (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে মরণব্যধি ক্যানসারে আক্রান্ত ফয়েজ খন্দকার শুক্রবার (২০ ফেব্রুয়ারী ) বিকেলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুম আবুল কাশেম ফয়েজ আহমেদ খন্দকার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে কাজ করতেন। তার দেশের বাড়ী কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাকশার গ্রামে। উল্লেখ্য, ফয়েজ আহমেদ সাংবাদিক কাজি মন্টুর ছেলে সাইয়িদ কাজির শ্বশুর।
এদিকে মরহুম আবুল কাশেম ফয়েজ আহমেদ খন্দকারের নামাজে জানাজা শনিবার (২১ জানুয়ারী) বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জেএসি’র খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। এর আগে ডা. ফেরদৌস খন্দকার তার পিতার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বলেন, বাবার হাত ধরেই ১৯৯১ সালে আমরা আমেরিকায় এসেছিলাম। এই মসজিদেই আমার বাবার সাথে নামাজ পড়তে আসতাম। আমার বাবার কাছে কারও কোন পাওনা থাকলে তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানান এবং বাবার হয়ে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। এসময় জামাইকা মুসলিম সেন্টারে মরহুম আবুল কাশেম ফয়েজ আহমেদ খন্দকার সহ আরও ২ জনের নামাজে জানাজা একই সাথে অনুষ্ঠিত হয়। অপর মরহুমেরা হলেন তাহমিনা বেগম ও রুবিনা সাহিদ। জানাজায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
অপরদিকে পারিবারিক সিদ্ধান্তে মরহুম আবুল কাশেম ফয়েজ আহমেদ খন্দকারের মরদেহ দেশের বাড়ী দাফন করার সিদ্ধান্ত নেওয়ায় শনিবার রাতেই তার মরদেহ এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। ডা. ফেরদৌস খন্দকার পিতার মরদেহ নিয়ে বাংলাদেশে যান। সোমবার (২৩) দেবিদ্বার উপজেলার বাকশার গ্রামে মায়ের কবরের পাশে তার মরদেহ দাফন করা হয় বলে ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। সূত্র : ইউএনএ


















