টাঙ্গাইল সোসাইটি’র ইফতার মাহফিল ১৯ মে
- প্রকাশের সময় : ১২:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
- / ৩৩৪ বার পঠিত
নিউইয়র্ক: টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র কার্যকরী কমিটির এক সভা গত ২১ এপ্রিল রোববার জ্যামাইকার কিং কাবাব রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার মাহবুব হোসাইন। সভায় উপস্থিত সকল কার্যকরী কমিটির সদস্য/সদস্যার আলোচনার সাপেক্ষে পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৯ মে রোববার বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় আলোচনার ভিক্তিতে সংগঠনের সাধারণ সমপাদক মো: সুলতান মাহমুদ খান দীর্ঘ দিন ধরে সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে সংগঠনের সাংগঠনিক নিয়ম অনুযায়ী বর্তমান সদস্য মোহাম্মদ সেলিম খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, আগামী জুলাই মাসে টাঙ্গাইল সোসাইটি ইউএস এ ইনক’র বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হবে। সকল প্রবাসী টাঙ্গাইলবাসীকে আগামী ইফতার মাহফিল ও পিকনকে উপস্থিত থেকে সংগঠনকে আরো শক্তিশালী করে এগিয়ে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়ে। -প্রেস বিজ্ঞপ্তি।