টঙ্গাইল জেলা সমিতির নতুন সভাপতি দেওয়ান আমিনুর রহমান
- প্রকাশের সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০১৬
- / ১১৯৮ বার পঠিত
নিউইয়র্ক: টাঙ্গাইল জেলা সমিতি ইউ.এস.এ. ইনক’র কার্যকারী কমিটি (২০১৬-২০১৭) এর সভাপতি কাজী সফিকুল হক জুয়েল গত ১০ মে শারীরিক অসুস্থতাজনিত কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে তার অব্যাহতিপত্র ই-মেইল এবং ডাকযোগে কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি এবং আরও কয়েকজন সিনিয়র সদস্যকে অবহিত করেন। সেজন্য গত ১৬ মে সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁন আপেল এর বাসায় সংগঠনের এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান আমিনুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির পদত্যাগ অনুমোদিত এবং কম্যুনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান আমিনুর রহমানকে সমিতির নতুন সভাপতি এবং সহ সভাপতি হিসেবে মোহাম্মদ আলীকে নির্বাচিত করা হয়।
সভায় আগামী ২৯ মে রোববার নিউইয়র্কেও উডসাইডস্থ কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান, ২৬ জুন ইফতার পার্টি, ৩১ জুলাই লং আইল্যান্ডের বাথপেজ স্টেট পার্কে আয়োজিত বার্ষিক বনভোজন ছাড়াও সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা হয়।