নিউইয়র্ক ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জ্যাকসন হাইটসে স্বর্ণের দোকানে ডাকাতি : জ্যামাইকায় ছিনতাইকারীর কবলে বাংলাদেশী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬
  • / ৬৯৩ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। অপরদিকে জ্যামাইকা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক বাংলাদেশী। কুইন্স বুরোতে এক সপ্তাহের ব্যবধানে এমন ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, গত ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা আটটার দিকে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রীটস্থ ভারতীয় মালিকানাধীন কুনাল জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। মাত্র ১০/১৫ মিনিটের মধ্যে সশস্র দূর্বৃত্তরা অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেয়। তবে বাংলাদেশী নারী কর্মচারীর উপস্থিত বুদ্ধিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসায় বড় ধরণের অঘটন থেকে রক্ষা পান স্টোরের মালিক সহ অন্যান্য কর্মচারীরা। তবে এঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি আর সন্ধ্যায় আলো-আধারের মধ্যে ক্রেতার বেশে একজন নারী ও দুইজন পুরুষ অস্ত্রের মুখে এই লুটের ঘটনা ঘটায় এবং পুলিশ আসার আগেই নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক আর ভয়-ভীতি বিরাজ করছে। তারা জ্যাকসন হাইটস এলাকায় পুলিশী নিরাপত্তা জোরদারের দাবী জানিয়েছেন। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।
এদিকে বার্তা সংস্থা ইউএনএ জানায়, গত ১ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকাল বেলা পৌনে ১২টার দিকে মোহাম্মদ সেলিম রেজা নামের এক বাংলাদেশী ক্যাবী ছিনতাইকারীর কবলে পড়ে নগদ অর্থ সহ মোবাইল ফোন খুইয়েছেন। সিটির কুইন্স বরোর জ্যামাইকা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার দিকে জ্যামাইকার ১৮০ ষ্ট্রীট ও ৯০ এভিনিউ এলাকার বাসা থেকে নিজ গাড়ী নিয়ে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর ১৮১ ষ্ট্রীটের কাছে একজন কৃষ্ণাঙ্গ যুবক যাত্রী পরিচয়ে সেলিম রেজার দৃষ্টি আকর্ষণ করে। এরপর পর ঐ কৃষ্ণাঙ্গ যুবকের অদূরে থাকা আরো দুজন যুবক মিলে তারা তিনজন যাত্রী হিসেবে ১৩৭ ষ্ট্রীট আর বেজলী বুলেভার্ড এলাকায় গমণ করে। সেখানে তারা গাড়ী থেকে নেমে আরেক যুবকের সাথে সাক্ষাৎ করে পুনরায় গাড়ীতে এসে আকস্মিভাবে পিছন দিক থেকে সেলিম রেজাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার কাছে যা আছে তা দিয়ে দিতে বলে এবং চোখের পলকে রেজার পাশে থাকা ব্যাগ আর মোবাইল নিয়ে চম্পট দেয়। এসময় রেজা হতবিভম্ব হয়ে পড়ে এবং পরবর্তীতে জনৈক পথচারীর সাহায্যে তার ফোন দিয়ে ৯১১-এ কল করলে পুলিশ আসে এবং ঘটনা জেনে রেকর্ড করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেলিম রেজার ছিনতান হওয়া নগদ অর্থ, ব্যাংক ও মোবাইল উদ্বার হয়নি।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ভয়, আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জ্যাকসন হাইটসে স্বর্ণের দোকানে ডাকাতি : জ্যামাইকায় ছিনতাইকারীর কবলে বাংলাদেশী

প্রকাশের সময় : ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬

নিউইয়র্ক: নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। অপরদিকে জ্যামাইকা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক বাংলাদেশী। কুইন্স বুরোতে এক সপ্তাহের ব্যবধানে এমন ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, গত ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা আটটার দিকে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রীটস্থ ভারতীয় মালিকানাধীন কুনাল জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। মাত্র ১০/১৫ মিনিটের মধ্যে সশস্র দূর্বৃত্তরা অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেয়। তবে বাংলাদেশী নারী কর্মচারীর উপস্থিত বুদ্ধিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসায় বড় ধরণের অঘটন থেকে রক্ষা পান স্টোরের মালিক সহ অন্যান্য কর্মচারীরা। তবে এঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি আর সন্ধ্যায় আলো-আধারের মধ্যে ক্রেতার বেশে একজন নারী ও দুইজন পুরুষ অস্ত্রের মুখে এই লুটের ঘটনা ঘটায় এবং পুলিশ আসার আগেই নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক আর ভয়-ভীতি বিরাজ করছে। তারা জ্যাকসন হাইটস এলাকায় পুলিশী নিরাপত্তা জোরদারের দাবী জানিয়েছেন। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।
এদিকে বার্তা সংস্থা ইউএনএ জানায়, গত ১ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকাল বেলা পৌনে ১২টার দিকে মোহাম্মদ সেলিম রেজা নামের এক বাংলাদেশী ক্যাবী ছিনতাইকারীর কবলে পড়ে নগদ অর্থ সহ মোবাইল ফোন খুইয়েছেন। সিটির কুইন্স বরোর জ্যামাইকা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার দিকে জ্যামাইকার ১৮০ ষ্ট্রীট ও ৯০ এভিনিউ এলাকার বাসা থেকে নিজ গাড়ী নিয়ে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর ১৮১ ষ্ট্রীটের কাছে একজন কৃষ্ণাঙ্গ যুবক যাত্রী পরিচয়ে সেলিম রেজার দৃষ্টি আকর্ষণ করে। এরপর পর ঐ কৃষ্ণাঙ্গ যুবকের অদূরে থাকা আরো দুজন যুবক মিলে তারা তিনজন যাত্রী হিসেবে ১৩৭ ষ্ট্রীট আর বেজলী বুলেভার্ড এলাকায় গমণ করে। সেখানে তারা গাড়ী থেকে নেমে আরেক যুবকের সাথে সাক্ষাৎ করে পুনরায় গাড়ীতে এসে আকস্মিভাবে পিছন দিক থেকে সেলিম রেজাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার কাছে যা আছে তা দিয়ে দিতে বলে এবং চোখের পলকে রেজার পাশে থাকা ব্যাগ আর মোবাইল নিয়ে চম্পট দেয়। এসময় রেজা হতবিভম্ব হয়ে পড়ে এবং পরবর্তীতে জনৈক পথচারীর সাহায্যে তার ফোন দিয়ে ৯১১-এ কল করলে পুলিশ আসে এবং ঘটনা জেনে রেকর্ড করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেলিম রেজার ছিনতান হওয়া নগদ অর্থ, ব্যাংক ও মোবাইল উদ্বার হয়নি।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ভয়, আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।