জ্যাকসন হাইটসের হাটবাজার বন্ধ
- প্রকাশের সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
- / ৫১০ বার পঠিত
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিটির জ্যাকসন হাইটস এলাকায় একটি বাংলাদেশী খাবারের দোকান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ‘হাট বাজার’ নামের এই রেষ্টুরেন্টটি বিভিন্ন অভিযোগে প্রাপ্ত পয়েন্ট ৬৬- তে নেমে যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ছিল পরিচ্ছন্নতা সম্পর্কিত যার মধ্যে চারটিই ছিল ‘গুরুতর’।
সিটি স্বাস্থ্য বিভাগ রেষ্টুরেন্টটিতে ১৪০ ডিগ্রী ফারেনহাইট অথবা এর বেশি তাপমাত্রায় খাবার না রাখার প্রমাণ পেয়েছে। এছাড়া বৈধ পদ্ধতিতে খাবার ঠান্ডা না করা এবং দোকানে জ্যান্ত তেলাপোকা পাওয়ার প্রমাণও পাওয়া গেছে। হাটবাজার রেষ্টুরেন্টের বিরুদ্ধে ৯টি অভিযোগ এনেছে সিটির স্বাস্থ্য বিভাগ। গত ৭ নভেম্বর রেষ্টুরেন্টটি বন্ধ করে নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়।
নিউইয়র্কের বিশাল সংখ্যক বাংলাদেশীর বসবাস জ্যাকসন হাইটসে। এখানে অনেকগুলো জাতিভিত্তিক ব্যবসা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৭৩ নম্বর স্ট্রিটের পুরোটা, ৭৪ নম্বর স্ট্রিটের ৪ ভাগের ১ ভাগ, আর ৩৭ এভিনিউর অনেকখানি মিলে এখন জ্যাকসন হাইটসে প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশীরা। প্রায় তিন দশক ধরে সেখানে এই বাংলাদেশী কমিউনিটি গড়ে উঠেছে। পরিচ্ছন্নতা ও অস্বাস্থকর খাবারের জন্য হোটেল বন্ধ করে দেয়ার এ ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে সমালোচনার ঝড় উঠেছে। সূত্র: জ্যাকসন হাইটস পোষ্ট