জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর কমিটি গঠন
- প্রকাশের সময় : ০৭:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
- / ৫১৩ বার পঠিত
নিউইয়র্ক: জালালাবাদ ল’ সোসাইটির ইউএসএ-এর আহ্বায়ক কমিটির এক সভা গত ২০ নভেম্বর রোবববার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিলেট বারের সিনিয়র অ্যাডভোকেট এমাদ উদ্দীনকে সভাপতি ও বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং এক্সিডেন্ট কেসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্ট-এর এটর্নী এ্যাট ল’ মঈন চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে কার্যকরী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস শহিদ আজাদ, সাংগঠনিক সম্পাদক- অ্যাডভোকেট নুরুল ইসলাম ময়নুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- অ্যাডভোকেট মোহাম্মদ সহিদুর রহমান, অর্থ সম্পাদক- অ্যাডভোকেট বিমান চন্দ্র দাস, প্রচার ও যোগাযোগ সম্পাদক- অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু, মহিলা সম্পাদক- অ্যাডভোকেট সালমা সুলতানা, কার্যকরী সদস্যরা হলেন- অ্যাডভোকেট সাব্বির আহমদ, অ্যাডভোকেট আশরাফুজ্জামান জুনেদ, অ্যাডভোকেট সৈয়দ জুনেল আহমদ, অ্যাডভোকেট আশিক আহমদ খান।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: অ্যাডভোকেট মিহির পাল চৌধুরী, অ্যাডভোকেট সহিদ রহমান, অ্যডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহিদ।