জালালাবাদ এসোসিয়েশন’র সাধারণ সভায় সম্পাদক জুয়েল চৌধুরীর রিপোর্টের পূর্ণ বিবরণ
- প্রকাশের সময় : ১০:৩০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০১৫
- / ৯৫১ বার পঠিত
নিউইয়র্ক: জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সাধারণ সভায় সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর রিপোর্টের পূর্ণ বিবরণ প্রবাসী জালালাবাদবাসী ও পাঠকদের জন্য প্রকাশ করা হলো:
সম্মানিত আজীবন সদস্য/সদস্যা এবং সম্মানিত সদস্য/সদস্যা
আস্সালামালাইকুম।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর কার্যকরী কমিটির দ্বিতীয় সাধারণ সভায় উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
শ্রদ্ধাভরে স্মরন করছি প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের। মহান আল্লাহতালার কাছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমাদেরকে যারা ছেড়ে চলে গেছেন তারা হলেন নিউর্জাসী বাসী যথাক্রমে হাজী আব্দুল খালিক, হাজী মহিবুল ইসলাম, ডাঃ আফরোজ মিয়া। নাজমুল ইসলাম (জালালাবাদ এসোসিয়েশন এর আজীবন সদস্য), রফিক উদ্দিন চৌধুরী, জাহিদা খাতুন, কাজী সালেহ আহমেদ, বদরুল হক, আলী মিয়া, আলীম উদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, হাজী আব্দুল ওয়াদুদ (কটাই মিয়া), মোঃ আশরাফ (লন্ডনী কামরান)।
সম্মানিত জালালাবাদবাসী , সাধারন সম্পাদক এর রির্পোট পেশ করার পূর্বে প্রথমেই আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা প্রয়োজন যে, এই রির্পোটে আমাদের দায়িত্ব গ্রহন থেকে শুরু করে আজ অব্দি বর্তমান কার্যকরী কমিটির মাধ্যমে যে সকল কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আগামী দিনে যে সকল কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে যে সকল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা বিশদভাবে বর্ণনা করা হলো।
ক্স জালালাবাদ এসোসিয়েশেন অব্ আমেরিকা ইন্ক এর উদ্যোগে ২৭ অক্টোবর ২০১৩ সাল থেকে আজ অব্দি প্রতি তিন মাস অন্তর অন্তর নিউজার্সিতে বসবাসরত সকল প্রবাসীদের কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে।
ক্স প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ৪৩তম বিজয় দিবস থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের প্রত্যেকটি জাতীয় দিবস জালালাবাদ এসোসিয়েশন অব্ আমেরিকা ইন্ক এর উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এখানে উল্লেখ যে সংগঠনের উদ্যোগে ও প্রবাসের সকল সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সহযোগিতায় স্থানীয় গুলশান টেরেসে গত বছরের ফেব্রুয়ারীতে আমাদের মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রবাসের গুনিজন সম্বর্ধনা সহ ব্যাপক কর্মসূচী পালন করা হয়।
ক্স সংগঠনের ‘‘আজীবন সদস্য” সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে আমাদের দায়িত্ব গ্রহন করার পর থেকেই। ইতিমধ্যে আমরা সর্বমোট ৩৩জনকে সংগঠনের আজীবন সদস্য পদ গ্রহন করাতে সক্ষম হয়েছি। এ অভিযান আমাদের মেয়াদকালের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রিয় জালালাবাদবাসী, সংগঠনের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আপনাদের মধ্যে এখন পর্যন্ত যারা আজীবন সদস্য পদ গ্রহন করেন নাই, তাদের প্রতি আহবান রইলো আজীবন সদস্য পদ গ্রহন করার জন্য।
ক্স সংবিধানের ৯ অনুচ্ছেদের ঙ ধারা বলে বিগত দিন বৃহত্তর সিলেট অঞ্চলের অধিবাসি ও নিউইর্য়ক প্রবাসী অর্থনৈতিকভাবে অবস্থা পূর্ণ নয় এমন ২ জন ব্যক্তির অকাল মৃত্যুর কারনে তাদের পরিবারকে ৫০০ ডলার করে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। যা কিনা কোষাধক্ষ্যের রিপোর্টে দেখতে পারবেন।
ক্স আমরা জালালাবাদ এসোসিয়েশন অব্ আমেরিকা ইন্ক এর উদ্যোগে অ্যাফোর্ডেবল হাউজিং অ্যাসিসটেন্স প্রোগ্রাম অফ নিউইয়র্ক-এর আবেদন পত্র সকল প্রবাসীদের সাহায্যের নিমিত্তে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছিল। আমরা সর্বমোট ১৫২২জন প্রবাসীকে ঐ ব্যাপারে বিভিন্নভাবে সেবা প্রদান করি। এর মধ্যে ৭৪২ জনকে রেজিস্ট্রেশন ও আবেদন পত্র দাখিলে সাহায্য করা হয়। ৭৮০ জনকে হাউজিং প্রোজেক্ট-এ তাদের নাম রেজিস্টিার করতে সাহায্য করা হয়। ঐ লক্ষ্যে আমরা নিউইয়র্কের ব্রঙ্কস, ওজনপার্ক ও জ্যামাইকার ৪টি এলাকায় প্রবাসীদের এব্যাপারে সাহায্য প্রদান করি। এছাড়াও জালালাবাদ এসোসিয়েশন এর কার্যলয়ে ৫ সপ্তাহে সর্বমোট ১৩দিন প্রবাসীদের এ ব্যাপারে বিভিন্নভাবে সেবা প্রদান করা হয়। এই সম্পূর্ন কাজে জালালাবাদ এসোসিয়েশন অব্ আমেরিকা ইন্ক এর প্রকল্প সম্বনয়নকারী জনাব সুমন আহমদ সহ মোট ৬জন সেচ্ছা সেবক সেবা প্রদান করেন।
ক্স একটি সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে একটি কার্যালয়ের প্রয়োজনীয়তা সময়ের দাবি। সে লক্ষ্যে ইতিমধ্যেই যতদিন পর্যন্ত জালালাবাদ এসোসিয়েশন এর স্থায়ীভবন ক্রয় করা না হয় ততদিন পর্যন্ত এষ্টোরিয়ার ৩৮-০৬ ৩১ ষ্ট্রীট (সাবেক বাংলা পত্রিকা কার্যালয়) সংগঠনের জন্য কার্যালয় ভাড়া নেওয়া হয়। এখানে উল্লেখ্য যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আব্দুল মাল মুহিত সাহেব জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর কার্যালয় উদ্ভোধন করেন। উদ্ভোধন করার পর অফিসের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রবাসের বিভিন্ন সুহৃদ ব্যক্তিবর্গ সংগঠনকে প্রদান করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জনাব নাজমুল হাছান কুবাদ (সাবেক সহ সভাপতি) কর্তৃক একটি টেলিভিশন প্রদান, জনাব আব্দুল কাইয়ুম (সাবেক সভাপতি) কর্তৃক সংগঠনের ক্যানাপি (সাইনবোর্ড), আব্দুল বাছিত (সাবেক সভাপতি) কর্তৃক দেওয়াল ঘড়ি, ময়নুল হক চৌ. হেলাল (সাবেক সাধারণ সম্পাদক) কর্তৃক নোটিশ বোর্ড, জয়দেব দে জয় কর্তৃক চেয়ার, নাজিমুল হক ও মইনুল ইসলাম কর্তৃক কার্পেট এবং প্রিন্ট ফেয়ার কর্তৃক সংগঠনের অফিসের ব্যাকগ্রাউন্ড ব্যানার প্রদান করেন। তাদের প্রতি আমরা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
ক্স বিগত ২১শে জুলাই ২০১৪ইং তারিখে স্থানীয় কুইন্স প্যালেস এ জালালাবাদ এসোসিয়েশন এর আয়োজনে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্স সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও অভিবাসীসহ সকল প্রবাসীদের বিভিন্ন নতুনভাবে সেবা প্রদান করার লক্ষ্যে হেল্্প ডেস্ক গঠন করা হয়। প্রতি সপ্তাহের রবি ও সোমবার ৫ ঘন্টা করে হেল্্প ডেস্ক থেকে প্রবাসীদের বিভিন্ন রকম সেবা প্রদান করা হচ্ছে।
ক্স টিএলসি নিউইয়র্ক ইতিমধ্যেই তাদের প্রতিষ্ঠানে ইনসপেক্টর পদে লোক নিয়োগের জন্য আবেদন পত্র আহ্বান করেছে। এই ব্যাপারে প্রবাসীদের আবেদন পত্র দাখিল করার ক্ষেত্রে গত ১৮ই জানুয়ারী সংগঠনের সাবেক সহসভাপতি ও বর্তমানে টিএলসিতে কর্মরত জনাব শামছুর রহমান প্রবাসীদের বিশেষভাবে সাহায্য প্রদান করেন। আমি এই মঞ্চে দাড়িয়ে জনাব শামছুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রিয় ভাই ও বোনেরা,
আমাদেরকে প্রবাসের এই বৃহত্তর সংগঠনের শুধুমাত্র এই প্রবাসে সীমাবদ্ধ রাখলে চলবেনা। আমরা যদি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কিছু সেবামূলক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি তাহলেই প্রকৃত সার্থকতা লাভ করতে পারবো বলে আমার বিশ্বাস।
উপস্থিত সূধীজন,
বাংলাদেশের মানুষকে কিছু জটিল রোগ, নিরাময়ে সাহায্য করার লক্ষ্যে সিলেটে একটি আন্তর্জাতিক ডায়ালসিস ও হাইপারটেশন সেন্টার প্রতিষ্ঠা করার জালালাবাদ এসোসিয়েশন অব্ আমেরিকা ইন্ক এর উদ্যোগে ও সিলেটের কৃতি সন্তান প্রবাসের বিশিষ্ট চিকিৎসক ডা: জিয়াউদ্দিন আহমদের অক্লান্ত সহযোগীতায় ২৯টি ডায়ালাসিস মেশিন লাভে সচেষ্ট হয়েছি। যা এখন দেশে পাঠানোর অপেক্ষায় রয়েছে।
ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনআরবি দপ্তর থেকে মেশিনগুলোর উপর থেকে সবরকমের টেক্স মওকুফ করা হয়েছে। এই মেশিন গুলো দেশে পাঠাতে যে খরচ হবে তার ব্যয়ভার প্রবাসের সুনামধন্য ব্যবসায়ী এশিয়া ক্যাশ এন্ড কারী সত্যাধিকারী জনাব মাহমুদ চৌধুরী মাছুম দায়িত্ব গ্রহন করেছেন। আজকের এই সভা থেকে উনার এই মহানুভবতাকে সাধুবাদ জানাই।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে ডা: জিয়াউদদ্দিনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। যা এই প্রকল্পকে বাস্তবায়নে বাস্তব পদক্ষেপ গ্রহন করবে।
এই মহান ও মানবিক কাজকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আল মুহিত সাহেব, সিলেট জেলা পরিষদের সম্মানীত চেযারম্যান জনাব জাহির চৌধুরী সুফিয়ান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ সরকারের স্থায়ী মিশন প্রধান জনাব আব্দুল মোমেন সাহেব বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন। এই তিন মহান ব্যক্তিত্বদের কে আজকের এই সাধারন সভার মঞ্চ থেকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি।
সম্মানীত অতিথিবৃন্দ,
বিগত সাধারন সভায় সাধারন সম্পাদকে রিপোর্টে উল্লেখ করেছিলাম সংগঠনকে গতিশীল, জবাবদিহি ও স্বচ্ছ করার লক্ষ্যে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে জালালাবাদ এসোসিয়েশন অব্ আমেরিকা ইন্ক আইআরএস বরাবর ট্যাক্স ফাইল করবে। আমরা গত বৎসর সংগঠনের পক্ষ থেকে ২০১৩ আর্থিক বৎসরের ট্যাক্স ফাইল করেছি। কিন্তু যেহেতু বিগত কার্যকরী পরিষদ কর্তৃক একটি নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রাপ্তির পূর্বশর্ত হলো সংগঠনকে ৫০আইসি স্ট্যাটাস থাকতে হবে। কিন্তু উনারা যখন এনরোল করে তখন ৫০১-সি না করে ৫০১-সি সেভেন করেছেন। যা কিনা একটা সাধারন ক্লাব করে থাকে। যার ফল স্বরূপ প্রবাসের এই বৃহত্তর সংগঠন সরকারের যে কোন রকম গ্র্যান্ট প্রাপ্তি থেকে বঞ্চিত হবে।
প্রিয় জালালাবাদবাসী,
একটি সুন্দর আগামী দিন গঠন কল্পে প্রবাসে অবস্থানরত আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা এক বিশেষ ভূমিকা রাখতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস।
যে জাতি প্রজন্ম থেকে প্রজন্মতরে তার নিজের সাহিত্য, সংস্কৃতি ও বিশেষ করে ভাষার চর্চা করতে পারে সে জাতিই সবচেয়ে সমৃদ্ধশালী হতে পারে। এবং সে লক্ষ্যে পৌছানোর প্রথম পদক্ষেপ হলো একটি পাঠাগারের প্রয়োজনীয়তা।
আমরা জালালাবাদ এসোসিয়েশন এই মহান দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে থাকতে পারিনা। আর পারিনা বলেই জালালাবাদ কার্যালয়ে একটি পাঠাগার প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই প্রবাসের প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের সাথে এক মতবিনিময় সভা করেছি যার মাধ্যমে অচিরেই আপনাদেরকে একটি সুন্দর পাঠাগার উপহার দিতে পারবো।
সম্মানীত জালালাবাদবাসী,
আমি আবারও অত্যন্ত দু:খ ও ক্ষোভের সাথে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, সংগঠনের প্রাক্তন সভাপতি জনাব জন উদ্দিন এর সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও উনার নিকট গচ্ছিত সংগঠনের সম্পূর্ন অর্থ সংগঠনের তহবিলে ফেরত আনা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। অনেক প্রচেষ্টার ফলশ্রুতির ফল হিসাবে এখন পর্যন্ত আমরা ১৫,০০০ ডলার উনার নিকট থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকী সমুদয় অর্থ ফেরত দেবার বারবার তারিখ করেও উনি ব্যর্থ হয়েছেন।
আমরা ইতিমধ্যেই উনার বরাবরে নোটিশ প্রেরন করেছি। সাথে সাথে সংগঠনের অর্থ ফিরিয়ে আনতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন কল্পে আইনবিদের সাথে আলাপ আলোচনা হয়েছে, আমরা অচিরেই উনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছি। আমরা দৃঢ়কন্ঠে বলতে চাই জালালাবাদ এর অর্থ আত্মসাতকারীকে আমরা কোনভাবেই ক্ষমা করতে পারিনা।
সম্মানীত সূধী মন্ডলী:
এ পর্যায়ে আমি কয়েকটি গুরুত্বপূর্ন বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষনের জন্য এবিষয়ে বিশদভাবে উপস্থাপন করার প্রয়োজন অনুভব করছি।
আপনারা সবাই অবগত আছেন যে বিগত দিন লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক-এ ১০০টি ও নিউজার্সির লেভেল গ্র্যাভ সেমিট্রিতে ৫টি কবরস্থান জালালাবাদ এসোসিয়েশন এর নামে ক্রয় করা হয়।
প্রিয় সূধীবৃন্দ,
আগামী ৬ মাসের মধ্যে যে সকল উল্লেখযোগ্য কর্মসূচী জালালাবাদ এসোসিয়েশন পালন করতে যাচ্ছে তা সংক্ষিপ্তভাবে নি¤েœ বর্ণিত হলো।
১। আগামী ২০শে ফেব্রুয়ারী মধ্যরাতে মহান মাতৃভাষা দিবস পালন করা হবে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়।
২। জাতির মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ নিউজার্সীতে যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।¬¬¬
৩। আগামী ১১ ও ১২ এপ্রিল ডাইভার সিটি প্লাজায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ২দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৪। আমাদের সবার স্বপ্ন নিউইয়র্কে জালালাবাদ ভবন স্থাপনের লক্ষ্যে আগামী মে মাসের যে কোন সময় ফান্ডরাইজিং অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
৫। আগামী ২১ জুন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
পরিশেষে উপস্থিত বোর্ড অব ষ্ট্রাষ্টির সম্মানিত সদস্যবৃন্দ আগত বিভিন্ন সময়ে এই সংগঠনকে নেতৃত্বদানকারী সম্মানীত সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত বয়োজেষ্ট সদস্যবৃন্দ, সকল সম্মানীত আজীবন সদস্যবৃন্দ তথা উপস্থিত সমগ্র জালালাবাদবাসী ও সকল প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়াকে আগামী দিনে প্রানপ্রিয় এই সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আপনাদের সবার সহযোগীতা ও অংশগ্রহন কামনা করে এবং একটি শক্তিশালী সংগঠন গড়ার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে সাধারণ সম্পাদকের রিপোর্টের সমাপ্তি ঘোষণা করছি।
মহান সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
ধন্যবাদান্তে,
জুয়েল চৌধুরী
সাধারণ সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক